এক্সপ্লোর
Purulia : আদ্রায় দলীয় নেতা খুনের প্রতিবাদে টায়ার জ্বালিয়ে রাস্তা অবরোধ তৃণমূলের, বন্ধ দোকান-পাট
পঞ্চায়েত ভোটের আগে আবার মৃত্য়ু ! পুরুলিয়ার আদ্রায়, পয়েন্ট ব্ল্য়াঙ্ক রেঞ্জ থেকে গুলি, খুন তৃণমূলের টাউন সভাপতি। জনবহুল বাজার এলাকায় ৩ আততায়ীর হামলা। অন্তত ৭ রাউন্ড গুলি চালিয়ে আততায়ীরা উধাও! আদ্রায় পার্টি অফিসেই তৃণমূল নেতাকে গুলি করে খুন। বাইকে এসে পার্টি অফিসের সামনে তৃণমূল নেতাকে গুলি! গুলিবৃষ্টিতে আহত তৃণমূল নেতার দেহরক্ষী। নিহত তৃণমূলের টাউন সভাপতি ধনঞ্জয় চৌবে। প্রতিবাদে আদ্রা স্টেশন রোডে বিক্ষোভ তৃণমূল নেতা-কর্মীদের। টায়ার জ্বালিয়ে রাস্তা অবরোধ, আদ্রা শহরের সমস্ত দোকান-পাট বন্ধ। দোষীদের অবিলম্বে গ্রেফতারের দাবিতে তৃণমূলকর্মীদের অবরোধ।






























