KMC: 'কাজ করতে না পারলে সরিয়ে দেওয়া হবে', কাউন্সিলরদের বোঝালেন মমতা | Bangla News
কলকাতার মেয়র (Kolkata Mayor) পদে ফিরহাদ হাকিমের (Firhad Hakim) উপরেই আস্থা রাখলেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। মহারাষ্ট্র ভবনে দলের তরফে কলকাতা পুরসভার (KMC) তৃণমূলের দলনেতা হিসাবে বেছে নেওয়া হয় ফিরহাদ হাকিমকে। মুখ্যমন্ত্রীর নির্দেশ মেনে পুরসভার কাজ পরিচালিত হবে বলে বার্তা দিয়েছেন ভাবী মেয়র।
এবার কলকাতা পুরসভার রিপোর্ট কার্ড। ৬ মাস অন্তর হবে রিভিউ। কাজ করতে না পারলে সরিয়ে দেওয়া হবে, নব নির্বাচিত কাউন্সিলরদের বুঝিয়ে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি তৃণমূল নেত্রীর বার্তা, নম্র হতে হবে। বেহিসেবি হওয়া যাবে না। নির্দলদের এখনই নেওয়া যাবে না বলে স্পষ্ট করে দিয়েছেন তিনি।
পাশাপাশি, পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে উত্তুরে হাওয়া ঢোকায় বাধা। তার জেরে ফের ঊর্ধ্বমুখী পারদ। আজ কলকাতার (Kolkata) সর্বনিম্ন তাপমাত্রা ১৩.৬ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি কম। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস, আগামী কয়েকদিন তাপমাত্রা বাড়ার সম্ভাবনা রয়েছে। যার ফলে বড়দিন থেকে শীতের আমেজ অনেকটাই কমবে। ঝঞ্ঝা বিদায় নিলে বাধাহীনভাবে বইবে উত্তুরে হাওয়া। তার হাত ধরে ফের জাঁকিয়ে শীত পড়ার সম্ভাবনা।