Ananda Sokal :'নর্দমায়' ভোটার কার্ড! আলিপুরদুয়ারের মাদারিহাটে সেতুর ধার থেকে উদ্ধার ২৫টি ভোটার কার্ড
ABP Ananda LIVE: নর্দমায় ছড়িয়ে ছিটিয়ে থাকা অবস্থায় উদ্ধার দু-ডজন ভোটার কার্ড। আলিপুরদুয়ারের মাদারিহাটে স্থানীয়দের একাংশের দাবি, সেতুর ধরে থাকা নর্দমা থেকে উদ্ধার ২৫ টি ভোটার কার্ড । উদ্ধার হওয়া ভোটার কার্ডগুলির কোনওটায় ঠিকানা নেই । কয়েকটি ভোটার কার্ডে একই নাম অথচ ভিন্ন ছবি। ঘটনায় ছড়িয়েছে চাঞ্চল্য ।
ব্যারাকপুরে বিরিয়ানির দোকানের মালিক ডি বাপিকে ফের প্রাণনাশের হুমকির অভিযোগ
গুলিকাণ্ডে গ্রেফতারির পর জেল খেটে বেরিয়ে ব্যারাকপুরে বিরিয়ানির দোকানের মালিক ডি বাপিকে ফের খুনের হুমকি দেওয়ার অভিযোগ। অভিযুক্ত আনিস ঝা-কে গ্রেফতার করেছে মোহনপুর থানার পুলিশ। ২০২২ সালের ১৬ মে, ব্যারাকপুরে D বাপির বিরিয়ানির দোকানে গুলি চলে। গুলিবিদ্ধ হন দোকানের এক কর্মী ও এক ক্রেতা। গুলিকাণ্ডে গ্রেফতার হয় দুষ্কৃতী আনিস ঝা। অভিযোগ, জেল থেকে বেরিয়ে বৃহস্পতিবার ডি বাপির বিরিয়ানির দোকানের মালিক বাপি দাসকে তোলা চেয়ে খুনের হুমকি দেয় ওই দুষ্কৃতী। ওই দিন রাতেই তাকে গ্রেফতার করেপুলিশ। ধৃতের ৫ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছেব্যারাকপুর মহকুমা আদালত।































