(Source: ECI/ABP News/ABP Majha)
Ananda Sokal: বেহালার সখেরবাজারে রাত দখল কর্মসূচির আয়োজকদের নোটিস পাঠাল ঠাকুরপুকুর থানা।
ABP Ananda LIVE: বেহালার সখেরবাজারে রাত দখল কর্মসূচির আয়োজকদের নোটিস পাঠাল ঠাকুরপুকুর থানা। যেখানে জামিন অযোগ্য ধারা সহ ৩টি ধারায় FIR রুজু করা হয়েছে বলে আয়োজকদের দাবি। আন্দোলনকারীদের দাবি, পুলিশকে জানিয়েই বেহালার সখেরবাজারে ৪ তারিখের রাত দখল কর্মসূচি নেওয়া হয়েছিল। ভয় দেখাতেই এখন নোটিস পাঠিয়েছে পুলিশ। কলকাতা পুলিশের তরফে জানানো হয়েছে, যেহেতু এটা জাতীয় সড়ক তাই এই পদক্ষেপ নেওয়া হয়েছে।
মার খেয়ে মেরে আসবেন, বাকিটা আমি বুঝে নেব। সাপ ফোঁস করলে ডান্ডা মেরে ঠান্ডা করে দেবেন। বাঁকুড়া শহরের মাচানতলায় আর জি কর-কাণ্ডের প্রতিবাদ কর্মসূচিতে দলীয় কর্মীদের পরামর্শ দিলেন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার।দিলেন টালা থানায় তালা ঝোলানোর হুঁশিয়ারি। বিভিন্ন জেলাতেই পুলিশ আধিকারিকদের অফিসে তালা লাগিয়ে দেবেন, দলের মহিলা মোর্চাকে পরামর্শ দিলেন বিজেপি রাজ্য সভাপতি। পাগলের প্রলাপ, এমন মানুষ কেন্দ্রের মন্ত্রী হয়েছেন, এটা বাংলার দুর্ভাগ্য, সামনে উপনির্বাচন আছে, তাই ভুলভাল বকছেন, সুকান্ত মজুমদারকে পাল্টা নিশানা করেছেন বাঁকুড়ার তৃণমূল সাংসদ অরূপ চক্রবর্তী। অন্যদিকে, এদিন পুরসভা পরিচালিত অনুষ্ঠান মঞ্চের গেট তালাবন্ধ থাকায়, গেট টপকে ঢোকেন কেন্দ্রীয় মন্ত্রী ও স্থানীয় বিজেপি বিধায়ক। পুলিশ ও মহকুমা শাসকের অনুমতি থাকা সত্ত্বেও পুরসভা তালা খোলেনি, অভিযোগ সুকান্ত মজুমদারের। স্থানীয় তৃণমূল কাউন্সিলরের কটাক্ষ, গোটাটাই বিজেপির নাটক।