Sandeshkhali Incident: সন্দেশখালির একাধিক ঘটনায় CBI তদন্তের নির্দেশ কলকাতা হাইকোর্টের। ABP Ananda Live
West Bengal News: সন্দেশখালির (Sandeshkhali Incident) ঘটনায় আদালতে জোর ধাক্কা খেল তৃণমূল সরকার (TMC)। সন্দেশখালিতে জমি দখল, ধর্ষণ, চাষের জমি কেড়ে নেওয়ার মতো মারাত্মক যেসব অভিযোগ উঠেছিল, সেই সব ঘটনায় CBI তদন্তের নির্দেশ দিল কলকাতা হাইকোর্টের (Calcutta Highcourt) প্রধান বিচারপতি টি এস শিবজ্ঞানম এবং বিচারপতি হিরণ্ময় ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চ। প্রধান বিচারপতি বলেছেন, ধর্ষণ, জমি দখল, চাষের জমিকে ভেড়িতে পরিবর্তন করা-সহ সমস্ত অভিযোগের তদন্ত করবে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা। আর নজিরবিহীন বিষয় হল, সন্দেশখালির বাসিন্দারা সরাসরি CBI-কে অভিযোগ জানাতে পারবেন। অভিযোগ নেওয়ার জন্য কেন্দ্রীয় সংস্থাকে একটি পোর্টাল তৈরির জন্যও নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। অর্থাৎ সন্দেশখালিকাণ্ডের তদন্তে পুলিশের কার্যত আর কোনও ভূমিকা রইল না! কারণ অভিযোগকারীরা তাঁদের অভিযোগ পুলিশ নয়, এবার থেকে সরাসরি CBI-কে জানাবেন। প্রধান বিচারপতি এও নির্দেশ দিয়েছেন, তদন্তের স্বার্থে যে কোনও পদমর্যাদার, যে কোনও ব্যক্তিকে ডেকে পাঠাতে পারবে CBI। রাজ্য সরকারকে এই মামলায় CBI-কে সবরকমের সাহায্য করতে হবে। আদালতের নজরদারিতেই চলবে গোটা তদন্ত। দোসরা মে এই মামলার পরবর্তী শুনানি। সেদিন তদন্ত নিয়ে রিপোর্ট দেবে CBI। ABP Aananda Live