এক্সপ্লোর
Ananda Sakal Seg 3: করোনা সতর্কতায় তৎপর কেন্দ্র, আজ বা কাল থেকেই বেসরকারি হাসপাতালে নেজাল ভ্যাকসিন সরবরাহের কাজ শুরু | Bangla News
করোনা সতর্কতায় তৎপর কেন্দ্র। বিমানবন্দরগুলিতে বিদেশ ফেরত যাত্রীদের র্যানডম টেস্ট শুরু। আজ অথবা কাল থেকেই বেসরকারি হাসপাতালে নেজাল ভ্যাকসিন সরবরাহের কাজ শুরু। ওমিক্রনের সাব ভ্য়ারিয়েন্ট বিএফ ডট সেভেনের হানায় বিপর্যস্ত চিন। একদিনে ৩ কোটি ৭০ লক্ষ মানুষ আক্রান্ত হয়েছেন বলে দাবি করা হচ্ছে। আজ অথবা কাল এই প্রথম পরিস্থিতি পর্যালোচনায় বৈঠক করতে পারেন প্রেসিডেন্ট শি জিনপিং।






























