Digha Rath Yatra : দিঘায় জগন্নাথ মন্দিরের প্রথম রথযাত্রা। শহরজুড়ে সাজো সাজো রব | ABP Ananda LIVE
ABP Ananda LIVE: আজ দিঘার জগন্নাথ মন্দিরের প্রথম রথযাত্রা। উৎসবের তদারকিতে মুখ্যমন্ত্রী। ভিড় নিয়ন্ত্রণ নিয়ে ৫ মন্ত্রীর সঙ্গে বৈঠক। ঠিক আড়াইটেয় রথযাত্রা শুরু....রাস্তায় লোক থাকবে না...ব্যারিকেড থাকবে: মমতা ।রথযাত্রা উপলক্ষ্যে সেজে উঠেছে দিঘা। জগন্নাথ মন্দির প্রতিষ্ঠার পর এই প্রথমবার সৈকত শহরে রথযাত্রা পালিত হবে। শহরজুড়ে সাজো সাজো রব। গত ৩০ এপ্রিল জগন্নাথ মন্দির উদ্বোধনের পর থেকে প্রতিদিনই ভিড় হচ্ছে। রথযাত্রা উপলক্ষ্যে ভিড় বাড়বে বলে মনে করছে প্রশাসন। সুষ্ঠুভাবে পরিচালনা করার জন্য ৫ মন্ত্রী, অরূপ বিশ্বাস, সুজিত বসু, পুলক রায় স্নেহাশিস চক্রবর্তী ও চন্দ্রিমা ভট্টাচার্যকে দায়িত্ব দিয়েছেন মুখ্যমন্ত্রী। রথযাত্রা উপলক্ষ্যে দিঘায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। দিঘায় প্রস্তুত রথ। জগন্নাথ, বলরাম ও সুভদ্রার রথ। পুরীর ধাঁচে তৈরি হলেও আকারে-আয়তনে ছোট।






























