Lok Sabha Poll 2024: পয়লা বৈশাখের দিন কেন্দ্রীয় এজেন্সির অভিযান! চাঞ্চল্য শহরে। ABP Ananda Live
পয়লা বৈশাখের দিন কেন্দ্রীয় এজেন্সির অভিযান ঘিরে, আচমকা চাঞ্চল্য ছড়াল। বেহালা ফ্লাইং ক্লাবে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) কপ্টারের ট্রায়াল রানের সময়, আয়কর দফতর হানা দিয়েছে বলে দাবি করল তৃণমূল (TMC)। অভিযোগ, কপ্টারের ভিতরেও তল্লাশি চালানো হয়েছে। ঘটনাস্থলে পৌঁছয় নির্বাচন কমিশনের ফ্লাইং স্কোয়াডও। তৃণমূল সূত্রে দাবি, এদিন বেহালা ফ্লাইং ক্লাবে তাঁর কপ্টারটি ট্রায়াল রান দিচ্ছিল। সেই সময়েই সেখানে হানা দেয় আয়কর দফতর। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নিরাপত্তারক্ষীরা তল্লাশির কারণ জানতে চাইলে, তাঁদের সঙ্গে বাদানুবাদে জড়িয়ে পড়েন আয়কর অফিসাররা। তল্লাশির পর কিছু খুঁজে না পেলেও, দীর্ঘক্ষণ কপ্টারটিকে উড়তে দেওয়া হয়নি বলে তৃণমূলের অভিযোগ।
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।