KMC Election 2021: পুরভোটে নিরাপত্তা সুনিশ্চিত করতে পুলিশকে নির্দেশ কমিশনের | Bangla News
তৃণমূলের (TMC) বিরুদ্ধে বিধিভঙ্গের অভিযোগ তুলে কমিশনের দ্বারস্থ হয়েছে বিজেপি (BJP)। অভিযোগ খতিয়ে দেখার আশ্বাস দিয়েছে কমিশন। নির্বাচন কমিশনে (State Election Commission) অভিযোগ জানিয়েছে সিপিএমও। পাল্টা জবাব দিয়েছে তৃণমূল। কলকাতার পুরভোটে (Kolkata Municipal Election) নিরাপত্তা সুনিশ্চিত করার নির্দেশ দিয়েছে কমিশন।
অগ্রহায়ণের শেষে দুর্গাপুজো। বাঙালির পার্বণের ক্যালেন্ডার কি বদলে গেল? না, এই হল পুরভোটের প্রচারের মধ্যে আনন্দের উদযাপন। বুধবারই জগতসভায় স্বীকৃতি পেয়েছে কলকাতার (Kolkata) দুর্গাপুজো। ইউনেস্কো-র (UNESCO) সাংস্কৃতিক ঐতিহ্যের তকমা পেয়েছে মহানগরের দুর্গোৎসব। তারপরই পাড়ায় মঞ্চ বেঁধে দুর্গাপ্রতিমা স্থাপন করেছেন কলকাতা পুরসভার ১৪ নং ওয়ার্ডের তৃণমূল (TMC) প্রার্থী অমল চক্রবর্তী। সেইসঙ্গে চলছে জনসংযোগ।
তিনি মাছ-ভাতে বাঙালি নন, দু’বেলা রুটি পেলেই খুশি হন। স্বল্পাহারী সন্দীপন সাহা (Sandipan Saha) অবশ্য একটি ক্ষেত্রে দুর্বল, তা হল মিষ্টি। ডায়াবেটিস সত্ত্বেও, মিষ্টি ছাড়েন না। ব্যালেন্স করে পুরভোটের ডায়েট মানছেন ৫৮ নম্বর ওয়ার্ডের তৃণমূল (TMC) প্রার্থী।