এক্সপ্লোর
Nishith Pramanik: অভিষেকের কপ্টার চেকিং-বিতর্কের মধ্যেই এবার নিশীথের কনভয়ে তল্লাশি | ABP Ananda LIVE
অভিষেকের কপ্টার চেকিং-বিতর্কের মধ্যেই এবার নিশীথের কনভয়ে তল্লাশি। বিজেপি প্রার্থী তথা কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর গাড়িতে পুলিশের চেকিং। ভেটাগুড়ি থেকে কোচবিহারের পথে দিনহাটায় নিশীথের কনভয়ে তল্লাশি। ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে নিশীথ প্রামাণিকের কনভয়ে পুলিশের তল্লাশি। নিশীথ প্রামাণিকের গাড়ি থেকে ব্যাগ নামিয়ে তল্লাশি চালাল পুলিশ। গাড়িতে তল্লাশি নিয়ে পুলিশের সঙ্গে নিশীথ প্রামাণিকের বচসা। নির্বাচন কমিশনের নির্দেশে রুটিন তল্লাশি, দাবি পুলিশ সূত্রে।






























