'মহাগুরু' মিঠুন চক্রবর্তীর গলাতেও এবার 'আসল পরিবর্তন'-র ডাক, দেখুন Ananda Sakal
একজন সন্তুষ্ট, অন্যজন অসন্তুষ্ট। প্রথম দফার ভোটের পর এবার নির্বাচন কমিশনের ভূমিকা নিয়েও শুরু হয়ে গেল তৃণমূল ও বিজেপির তরজা। অন্যদিকে প্রথম দফার ভোটের পর বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ (Dilip Ghosh) বলেন, "মর্নিং শোজ দ্য ডে (Morning Shows the Day)। শুরু হয়েছে ভালো, শেষও হবে ভালো। বিজেপি (BJP) ওখানে প্রায় সব আসনই জিতছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) অহংকার চূর্ণ হয়ে গিয়েছে। অনুনয় বিনয় করে বিভিন্ন লোককে ফোন করছেন, আবেদন নিবেদন করছেন। উনি ব্যাকফুটে চলে গিয়েছেন', কটাক্ষ করলেন দিলীপ ঘোষ। পাশাপাশি রবিবার গোটা দিন জুড়ে প্রচার চালালেন মিঠুন চক্রবর্তী। মোট চারটি জায়গায় রোড শো করেন তিনি। বলেন, 'এতদিন পরিবর্তন হয়নি, এবার আসল পরিবর্তন হবে।"






























