Morning News: শ্রীরামকৃষ্ণদেবের জন্মতিথিতে বন্ধ বেলুড় মঠ, ভার্চুয়াল উপস্থিতি ভক্তদের
গতকাল খড়গপুরের পর আজ জঙ্গলমহলে সভা করবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah)। সকাল ১১টায় ঝাড়গ্রামের সার্কাস ময়দানে সভা রয়েছে। দুপুর ১টায় বাঁকুড়ার খাতড়ায় জনসভা করবেন অমিত শাহ। অমিত শাহের সভায় থাকবেন বিজেপি (BJP) প্রার্থীরা। অন্যদিকে রাজীব বন্দ্যোপাধ্যায় (Rajib Banerjee) থেকে প্রবীর ঘোষাল, রবীন্দ্রনাথ ভট্টাচার্য, দীপক হালদার – একাধিক তৃণমূলত্যাগী বিধায়কদের তাঁদের পুরনো কেন্দ্রে প্রার্থী করেছে বিজেপি (BJP)। তবে তাৎপর্যপূর্ণভাবে বেহালা পূর্ব থেকে তৃণমূলত্যাগী প্রাক্তন মন্ত্রী তথা মেয়র শোভন চট্টোপাধ্যায়কে (Sovan Chatterjee) প্রার্থী করল না গেরুয়া শিবির। ওই আসনে অভিনেত্রী পায়েল সরকারকে (Payel Sarkar) প্রার্থী করেছে গেরুয়া শিবির। আর এই দফার প্রার্থী তালিকায় নামই নেই বৈশাখী বন্দ্যোপাধ্যায়ের (Baishakhi Banerjee)। এরপরেই কলকাতা জোনের বিজেপির পর্যবেক্ষক পদ থেকে শোভন চট্টোপাধ্যায় এবং কলকাতা জোনের বিজেপির সহ আহ্বায়ক পদ থেকে বৈশাখী বন্দ্যোপাধ্যায় ইস্তফা দেওয়ার সিদ্ধান্ত নেন। দল ছাড়ার সিদ্ধান্ত জানিয়ে ইতিমধ্যে দিলীপ ঘোষকে (Dilip Ghosh) চিঠি পাঠিয়ে দিয়েছেন শোভন ও বৈশাখী। এদিকে প্রচার শুরু করলেন উত্তরপাড়ার বিজেপি (BJP) প্রার্থী প্রবীর ঘোষাল। কোন্নগরের রাজেশ্বরী মন্দিরে পুজো দেন তিনি। মন্দিরে পুজো দেওয়ার পর প্রচার শুরু করেন তিনি। তিনি বলেন, "দলীয় কর্মসূচি চলছেই। পথসভা, কর্মীসভা আগে থেকেই শুরু হয়ে গিয়েছে। গতকাল নাম ঘোষণা হওয়ার পর আজ সকাল থেকেই জোরকদমে প্রচারে নেমে পড়েছেন প্রবীর ঘোষাল। পাশাপাশি আজ শ্রীরামকৃষ্ণদেবের ১৮৬ তম জন্মতিথি। করোনা আবহে ভক্তশূন্য বেলুড় মঠ। মন্দিরে বিশেষ পুজোর আয়োজন, মঙ্গলারতি। তবে আজ ভক্তদের প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে। করোনা পরিস্থিতিতে অতিরিক্ত ভিড় হওয়ার সম্ভাবনা থেকেই এই সিদ্ধান্ত। তবে প্রথা অনুসারে সব রীতি পালিত হবে। সেই সব অনুষ্ঠান ভক্তরা ভার্চুয়াল মাধ্যমে দেখতে পাবেন তবে সরাসরি দেখতে পারবেন না।