Morning News: পছন্দ নয় প্রার্থী তালিকা, বিজেপি ছাড়লেন 'অপমানিত' শোভন-বৈশাখী
প্রার্থী তালিকা ঘোষণা হতেই ত্রিমুখী অস্বস্তিতে বিজেপি (BJP)। প্রার্থী তালিকায় নাম না থাকায় বিজেপির সঙ্গে সম্পর্ক ছিন্ন করলেন শোভন চট্টোপাধ্যায় (Sovan Chatterjee) ও বৈশাখী বন্দ্যোপাধ্যায় (Baishakhi Banejee)। গত সোমবার তৃণমূল ছেড়ে এসে রবিবারই প্রার্থী হয়ে যাওয়ায় সিঙ্গুরের রবীন্দ্রনাথ ভট্টাচার্যের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিল বিজেপির একাংশ। প্রার্থী তালিকায় নাম থাকা সত্ত্বেও প্রথমে প্রার্থী হতে না চেয়ে দলের অস্বস্তি বাড়ালেন বিজেপির রন্তিদেব সেনগুপ্ত। পরে অবশ্য ভোটে দাঁড়াতে রাজি হলেন তিনি। এদিকে নিউ ব্যরাকপুরে (New Barrackpore) বিলকান্দায় বিজেপি কর্মীর পণ্যবাহী গাড়ি ভাঙচুর করার অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে। স্বামী কেন বিজেপি (BJP) করে, এই প্রশ্ন তুলে ওই বিজেপি কর্মীর স্ত্রীর ওপর হামলা করা হয়েছে বলেও অভিযোগ উঠেছে তৃণমূল কর্মীদের বিরুদ্ধে। ঘটনায় আটক কয়েকজন তৃণমূল কর্মী। যদিও ঘটনায় রাজনৈতিক যোগ অস্বীকার করেছে তৃণমূল। গাড়ি চালকের সঙ্গে বিজেপি কর্মীদের বিবাদের জেরে ভাঙচুর বলে দাবি। মহিলাকে মারধর করার অভিযোগও অস্বীকার করেছে তৃণমূল (TMC)। নিউ ব্যরাকপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।






























