RG Kar Doctor Death Case Protest: রবিবার 'পাড়ায় পাড়ায়' কর্মসূচির ডাক জুনিয়র চিকিৎসকদের
ABP Ananda LIVE: সোমবার সুপ্রিম কোর্টে আর জি কর মামলার শুনানি। তার আগের দিন রবিবার 'পাড়ায় পাড়ায়' কর্মসূচির ডাক জুনিয়র চিকিৎসকদের। জুনিয়র ডাক্তারদের কর্মসূচি হল 'পাড়ায় থাকছি একসাথে, উৎসবে নয় প্রতিবাদে'।
সুরক্ষার আশ্বাসই সার, হাসপাতালেই আক্রান্ত মহিলা জুনিয়র ডাক্তার, নার্স! আর জি কর-কাণ্ডের ৫০দিনে হাসপাতালেই আক্রান্ত মহিলা জুনিয়র ডাক্তার! সাগর দত্ত মেডিক্যালে তাণ্ডব, নিরাপত্তার দাবিতে ফের কর্মবিরতি । আর জি করে দেব, হুমকি দিয়ে হাসপাতালে তাণ্ডবের অভিযোগ । 'পুলিশের সামনেই ফিমেল ওয়ার্ডে ঢুকে রোগীর আত্মীয়দের তাণ্ডব'। মহিলা জুনিয়র ডাক্তার, নার্স থেকে স্বাস্থ্যকর্মী-রেহাই নেই কারও! কালীঘাট থেকে নবান্নে ২ দফায় বৈঠকের পরেও কোথায় নিরাপত্তা? সুরক্ষা নিয়ে প্রশ্ন তুলে সাগর দত্ত মেডিক্যালে জুনিয়র ডাক্তারদের কর্মবিরতি। চিকিৎসার সরঞ্জাম নিয়েই নার্স-স্বাস্থ্যকর্মীদের উপর অবাধে হামলা! সাগর দত্ত মেডিক্যালে স্বাস্থ্য সচিব, স্বাস্থ্য শিক্ষা, স্বাস্থ্য অধিকর্তা, ডিএম-সিপি। কলেজ কাউন্সিলের বৈঠকে ১০ দফা দাবি পেশ জুনিয়র ডাক্তারদের । যা ঘটেছে, তা ঠিক হয়নি, পুলিশ বাড়ানো হচ্ছে: স্বাস্থ্য সচিব। গতকালের ঘটনায় নিরাপত্তার দায়িত্বে থাকা সংস্থার ভূমিকা নিয়ে প্রশ্ন। নিরাপত্তা দিতে সংস্থার কর্মীরা ব্যর্থ হয়েছে বলেই মনে করছে কর্তৃপক্ষ। নিরাপত্তার দায়িত্ব থাকা সংস্থাকে সরিয়ে দেওয়ার বিষয়ে বৈঠকে আলোচনা। জুনিয়র ডাক্তারদের সঙ্গে আলোচনা করে পরিস্থিতি স্বাভাবিক করতে উদ্যোগী কর্তৃপক্ষ।