RG Kar News:"থ্রেট কালচারের একটা অভিযোগ সত্যি হলেও সেটা অত্যন্ত গুরুতর," বললেন হাইকোর্টের প্রধান বিচারপতি | ABP Ananda LIVE
Ghantakhanek Sange Suman: পুজোর কলকাতায় ধর্মতলা-বউবাজারে ৫ জনের বেশি জমায়েত নয়! নাগরিক প্রতিবাদ রুখতে মরিয়া পুলিশ? লালবাজারের সার্কুলারে বিতর্কের ঝড়। কড়াকড়ির বিরুদ্ধে হাইকোর্টে জোড়া মামলা। "দুর্গাপুজোয় মানুষ রাস্তায় বেরোবে না? মণ্ডপে গল্প করাও কি নিষিদ্ধ?" প্রশ্ন মামলাকারীর। না ধন্যধান্য, না নজরুল মঞ্চ, সভার জন্য কোনও সরকারি হলই পেলেন না জুনিয়র ডাক্তাররা। "থ্রেট কালচারের একটা অভিযোগ সত্যি হলেও সেটা অত্যন্ত গুরুতর," বললেন হাইকোর্টের প্রধান বিচারপতি। রাসায়নিক কেনাতেও লক্ষ লক্ষ টাকার দুর্নীতি চলেছে সেই আর জি করেই। উঠল মারাত্মক অভিযোগ, বিভাগীয় প্রধানের চিঠি ঘিরে তোলপাড়।
আরও খবর..
আজই থেকেই বৃষ্টির পরিমাণ কমবে দক্ষিণবঙ্গে। এমনই জানাল আলিপুর আবহাওয়া দফতর। আজ আংশিক মেঘলা থাকবে আকাশ। দক্ষিণবঙ্গের কোথাও কোথাও হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকায় দক্ষিণবঙ্গে আদ্রতাজনিত অস্বস্তি বাড়বে। তবে সোমবার পর্যন্ত ক্রমশ বৃষ্টির পরিমাণ কমবে। অন্য়দিকে, আবহাওয়া দফতরের পূর্বাভাস বলছে দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারে আজ ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে, বৃষ্টি হতে পারে রবিবার পর্যন্ত।এছাড়াও, উত্তরবঙ্গের পার্বত্য এলাকায় ধস নামার সম্ভাবনা রয়েছে।