এক্সপ্লোর
Sandeshkhali Incident: ভোটের মধ্যে ফের ভাইরাল সন্দেশখালির আরেক ভিডিও! ABP Ananda Live
West Bengal News: ভোটের মধ্যে ফের ভাইরাল সন্দেশখালির (sandeshkhali incident) আরেক ভিডিও! প্রধানমন্ত্রীর রাজ্য সফরের মধ্যেই বিজেপি নেতা গঙ্গাধর কয়ালের ভাইরাল ভিডিও। আন্দোলনকারীদের টাকা বিলি নিয়ে ভিডিওয় কথোপকথন। পাড়ায় পাড়ায় ঘুরে আন্দোলনকারী মহিলাদের টাকা বিলি নিয়ে আলোচনা। নাম ও মোবাইল নম্বরের তালিকায় তৈরি নিয়ে ভিডিওয় কথোপকথন। ৭২ জন মহিলাকে এক দফায় ২ হাজার টাকা করে দেওয়া হয় বলে ভাইরাল ভিডিওয় দাবি। 'ভোটের সময় ৫০টি পিস্তল ও ১২ রাউন্ড করে গুলি লাগবে'। 'হাতে ১ লক্ষ টাকা পেলে ভাল হয়' । ভোটের সময় বুথ পিছু ৫ হাজার টাকার মদ লাগবে বলে ভিডিওয় কথোপকথন। ABP Ananda Live






























