SSC Case: রাত পেরিয়ে সকাল, এখনও পর্ষদের অফিসের সামনে অবস্থানে শিক্ষাকর্মীরা
ABP Ananda Live: চাকরি ফেরত চেয়ে এবার আন্দোলনে শিক্ষাকর্মীরাও। রাত পেরিয়ে সকাল, এখনও পর্ষদের অফিসের সামনে অবস্থান। ঘেরাও SSC ভবন, মধ্যশিক্ষা পর্ষদের অফিসের সামনেও অবস্থান।
সারা রাত হয়েছে বিক্ষোভ। রাত যত বেড়েছে, বেড়েছে আন্দোলনের উত্তাপ। এসএসসি অফিস ঘেরাও করে রেখেছেন বিক্ষোভকারীরা। প্রবল বিরোধিকার মুখে পিছু হঠেছেন পুলিশ কর্মীরাও। শিক্ষামন্ত্রীর আশ্বাস, ডেডলাইন, সবই কথার কথা হয়ে থেকে গিয়েছে। যোগ্যদের তালিকা প্রকাশ করেনি এসএসসি সোমবার। আর তারপরই ক্ষোভ ওঠে চরমে। দাবি আদায়ে রাতভর ঘেরাও করে রাখেন চাকরিহারা শিক্ষকরা। রাতভর কমিশনের দফতরেই আটকে রয়েছেন এসএসসির চেয়ারম্যান ও আরও কয়েকজন।মঙ্গলবার সকালেও পরিস্থিতিতে পরিবর্তন হয়নি। এসএসসি ভবনের সামনে এখনও অবস্থানেই চাকরিহারা শিক্ষকরা। এরই মধ্যে নতুন করে অশান্তি তৈরি হয় এসএসসি ভবনের সামনে। বিষয়টি কী ? দেখা যায় এক ব্যক্তি চা, ভাঁড় ও বিস্কিট নিয়ে ঢুকছেন এসএসসি অফিসের মধ্যে। সেখানেই রয়েছেন এসএসসির চেয়ারম্যান। চা-সহ ব্যক্তিকে দেখেই তেলেবেগুনে চটে যান আন্দোলনকারীরা। তাঁকে ঢুকতে বাধা দেওয়া হয়। অভিযোগ, কেড়ে নেওয়া হয় বিস্কিটের প্যাকেট। টানাটানিতে মাটিতে পড়ে যায় চায়ের ভাঁড় । সেই ভাঁড় এখন ছড়িয়ে ছিটে পড়ে রয়েছে রাস্তায়।






























