CPM Protest: বাম কংগ্রেসের ধর্মঘটে রাজ্যের বিভিন্ন জায়গায় উত্তেজনা
ABP Ananda LIVE : বাম কংগ্রেসের ধর্মঘটে রাজ্যের বিভিন্ন জায়গায় উত্তেজনা। উত্তরবঙ্গের একাধিক জায়গায় বাস আটকানোর চেষ্টা। আসানসোলেও বাস চলাচলে বাধা। বিরোধিতায় রাস্তায় তৃণমূল-পুলিশ। ধাক্কার পরেও মরিয়া রাজ্য-SSC। নতুন পরীক্ষায় দাগিদের বসার অধিকার চেয়ে এবার ডিভিশন বেঞ্চে আবেদন। কী বলবে ডিভিশন বেঞ্চ?
নিউ আলিপুরে তোলার টাকা না পেয়ে পুলিশের বিরুদ্ধে ৩০-৩৫টি ট্রাক ভাঙচুর করার অভিযোগ উঠল। প্রতিবাদে নিউ আলিপুরে পথ অবরোধ করেন ট্রাক মালিক ও চালকরা। অভিযোগ, তোলা না পেয়ে পার্ক করা পণ্যবাহী ট্রাকগুলিতে ভাঙচুর চালায় নিউ আলিপুর থানার পুলিশ। সার দিয়ে দাঁড় করানো কাচ ভাঙা ট্রাক। অভিযোগ, ভাঙচুরের পাশাপাশি, ট্রাকগুলির টায়ার পাংচার করে দেয় পুলিশ। পুলিশের দাবি, কোনওমতেই রাস্তা অবরোধ করা যাবে না। অভিযোগ থাকলে পুলিশের কাছে জানাতে হবে। অভিযোগ খতিয়ে দেখে দোষী পুলিশ কর্মীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস পুলিশের।






























