West Bengal Crime: রাস্তার জমা জল নিয়ে বচসাতেও রিকশ চালকের হাতে খুন! ABP Ananda Live
ABP Ananda Live: গ্রেফতারির পরেও আড়িয়াদহকাণ্ডের মূল অভিযুক্ত জয়ন্ত সিংয়ের শরীরী ভাষা একইরকম বেপরোয়া। গতকাল আদালতে পেশ করার সময়ে এবিপি আনন্দর প্রতিনিধির প্রশ্নের উত্তরে কী বলেছিলেন জয়ন্ত, একবার শুনে নেব।
রাস্তার জমা জল নিয়ে বচসাতেও রিকশ চালকের হাতে খুন! সালকিয়ায় পিলখানায় আরোহীর সঙ্গে বচসা, কুপিয়ে খুন! অন্তঃসত্ত্বা স্ত্রীকে নিয়ে যাওয়ার সময় আরোহীর সঙ্গে রিকশ চালকের বচসা। বেশি ভাড়া চাওয়ায় অন্য রিকশয় উঠতেই পিছন থেকে ছুরির কোপ! সালকিয়া থেকেই অভিযুক্ত রিকশ চালক গ্রেফতার । পুরনো শত্রুতায় মত্ত অবস্থায় হামলা, অনুমান গোলাবাড়ি থানার পুলিশের।
রেশন দুর্নীতি মামলায় সুপ্রিম কোর্টে বড় ধাক্কা খেল রাজ্য় সরকার।'কেন নির্দিষ্ট একজনকে বাঁচাতে চাইছেন?' নাম না করে শেখ শাহজাহানের প্রসঙ্গ তুলে রাজ্য সরকারকে এই প্রশ্নই করল সর্বোচ্চ আদালত। CBI তদন্তের বিরোধিতায় রাজ্য় সরকারের আবেদন খারিজ করে দিয়ে সুপ্রিম কোর্ট জানিয়ে দিল সন্দেশখালি মামলা ও রেশন দুর্নীতির ৪৩টি মামলার তদন্ত চালিয়ে যাবে কেন্দ্রীয় এজেন্সিই। রেশন দুর্নীতি মামলার তদন্তভার সিবিআই-কে দেওয়ার কলকাতা হাইকোর্টের নির্দেশকে চ্য়ালেঞ্জ করে সুপ্রিম কোর্টে গেছিল রাজ্য় সরকার। সোমবার সুপ্রিম কোর্টে রাজ্য সরকারের আইনজীবী বলেন, ৪ বছর ধরে এই মামলার তদন্ত করছে রাজ্য় পুলিশ। ৪২টি চার্জশিট দাখিল করা হয়ে গেছে। তিনি হাইকোর্টের রেশন সংক্রান্ত ৪৩টি মামলার তদন্ত কেন্দ্রীয় এজেন্সিক তোলা নিয়ে প্রশ্ন তোলেন। তখন পাল্টা বিচারপতি বি আর গাভাই ও বিচারপতি কে ভি বিশ্বনাথনের বেঞ্চ বলেন, সব মামলাই সন্দেশখালি সম্পর্কিত। শেখ শাহজাহানের নাম না করে সর্বোচ্চ আদালত জানায়, রাজ্য তো ওই ব্যক্তিকে দীর্ঘদিন গ্রেফতারই করেননি। কেন একজন ব্য়ক্তিকে বাঁচাতে চাইছে রাজ্য সরকার? রাজ্য় সরকারের আইনজীবী তখন ভিডিও-র প্রসঙ্গ তুলে বলেন, সন্দেশখালির ঘটনা বড় করে দেখানো হচ্ছে বাংলার নাম বদনাম করার লক্ষ্য়ে। তখন সুপ্রিম কোর্ট পাল্টা প্রশ্ন করে, আমরা কী করে জানব ওই ভিডিও কবে রেকর্ড করা হয়েছে?