Tiya Tippani: রাজ্য রাজনীতির সাতকাহন। তরজায় তিন পাখি। টিয়া, কাকাতুয়া, গোমরা | ABP Ananda LIVE
ABP Ananda LIVE: রাজ্য রাজনীতির সাতকাহন। তরজায় তিন পাখি। টিয়া, কাকাতুয়া, গোমরা। বিকেল সাড়ে ৫টায়। কী নিয়ে সরগরম হীরকরাজ্য? হীরক রাজার দরবারে। রাত সাড়ে ১০টায়। অ্যানিমেশনে আনন্দ
আরও খবর
রাজ্যপালের বিরুদ্ধে রাজভবনে কর্মরত মহিলা কর্মীর অভিযোগ। অনুসন্ধানের দায়িত্বে থাকা পুলিশ অফিসারের অপসারণ চেয়ে কেন্দ্রকে চিঠি রাজ্যপালের। ডিসি সেন্ট্রাল ইন্দিরা মুখোপাধ্যায়ের তত্ত্বাবধানে হচ্ছিল অনুসন্ধান। ডিসি সেন্ট্রালের সঙ্গে কলকাতা পুলিশ কমিশনারেরও অপসারণ চান রাজ্যপাল। কেন্দ্রকে চিঠি সিভি আনন্দ বোসের, রাজভবন সূত্রের খবর।
চোপড়ায় সালিশি সভায় মাতব্বরি, গ্রেফতার অভিযুক্ত তৃণমূল কর্মী। অভিযুক্ত তৃণমূল কর্মী তাজিমুল ওরফে জেসিবিকে গ্রেফতার করল পুলিশ। সালিশি সভায় তরুণ-তরুণীকে বেধড়ক মার, স্বতঃপ্রণোদিত মামলা রুজু পুলিশের। আক্রান্তকে পুলিশি নিরাপত্তা দেওয়া হয়েছে, সোশাল মিডিয়ায় পোস্ট ইসলামপুর পুলিশ জেলার।