Hirak Rajar Darbar: কী নিয়ে তোলপাড় হীরক রাজ্য? দেখুন ‘হীরক রাজার দরবার | ABP Ananda LIVE
ABP Ananda LIVE : কী নিয়ে তোলপাড় হীরক রাজ্য? দেখুন ‘হীরক রাজার দরবার
কোচবিহারের মেখলিগঞ্জে ভারতীয় ভূখণ্ডেই ঠিকানা বাংলাদেশের লালমণিরহাট জেলার পাটগ্রাম উপজেলা
কোচবিহারের মেখলিগঞ্জে ভারতীয় ভূখণ্ডেই ঠিকানা বাংলাদেশের লালমণিরহাট জেলার পাটগ্রাম উপজেলা। কিন্তু দহগ্রাম অঙ্গারপোতা গ্রামের ভৌগলিক অবস্থান ভারতীয় ভূখণ্ডে। বাংলাদেশের মূল ভূখণ্ডের সঙ্গে এই দুটি গ্রামকে জুড়তে ’৯২ সালে চালু করা হয় তিন বিঘা করিডর। মেখলিগঞ্জের বাসিন্দাদের অভিযোগ, এখানে খোলা সীমান্তের সুযোগ নিয়ে গরু থেকে শুরু করে সব কিছু অবাধে পাচার হয়। ঢুকে পড়ে দুষ্কৃতীরাও। বাংলাদেশ থেকে এসে এপার থেকে গরু নিয়ে তিন বিঘা করিডর ধরে সহজেই ওপারে চলে যায় পাচারকারীরা। BSF-এর পক্ষে। কাঁটাতারহীন বিশাল সীমান্ত এলাকায় নজরদারি চালানো কার্যত অসম্ভব বলেই মনে করছেন গ্রামবাসীরা। দ্রুত এই এলাকায় কাঁটাতারের বেড়া তৈরির দাবি জানিয়েছেন তাঁরা।






























