Chhak Bhanga 6ta : যাদবপুর বিশ্ববিদ্য়ালয়ে পড়ুয়ার রহস্যমৃত্যু ! ঝিল থেকে উদ্ধার দেহ
ABP Ananda LIVE : যাদবপুর বিশ্ববিদ্য়ালয়ে পড়ুয়ার রহস্যমৃত্যু ! ঝিল থেকে উদ্ধার দেহ । যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ছাত্রীর রহস্যমৃত্যুর ঘটনায় প্রশ্নের মুখে ক্যাম্পাসের নিরাপত্তা। কেন যাদবপুর ক্যাম্পাসের সব জায়গা সিসি ক্যামেরার আওতায় নেই? পর্যাপ্ত নিরাপত্তারক্ষী থাকলে এই ধরনের ঘটনা কীভাবে ঘটে, উঠছে প্রশ্ন। পর্যাপ্ত নিরাপত্তারক্ষী নেই, স্বীকারোক্তি খোদ সহ-উপাচার্যের। মেয়ের রহস্যমৃত্যুর ঘটনায়, যাদবপুর থানায় যান ছাত্রীর মা-বাবা। আধঘণ্টা পর মৃতার বাবাকে নিয়ে কেপিসি হাসপাতালে যান পুলিশ আধিকারিকেরা। এবার যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ছাত্রীর রহস্যমৃত্যুর ঘটনায়, এবার বিশ্ববিদ্যালয় চত্বরে গেল কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগের সায়েন্টিফিক টিম।আবার একটা মৃত্যু! অকালে নষ্ট হল আরও একটা সম্ভাবনাময় ভবিষ্যৎ। কীভাবে মৃত্যু হল অনামিকা মণ্ডলের? কার গাফিলতিতে? গোটা ঘটনায় তৈরি হচ্ছে একাধিক মিসিং লিঙ্ক। এই পরিস্থিতিতে, সরাসরি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের দিকে অভিযোগের আঙুল তুলছে মৃত অনামিকার পরিবার। মৃত পড়ুয়ার দাদু অজয় সরকার বলেন, এটা কি যাদবপুর প্রতিষ্ঠান কি একটু সক্রিয় হলে কি এগুলো বন্ধ করতে পারে না? ক্যাম্পাসের মধ্যে হচ্ছে তো।






























