Chhak Bhanga 6ta : জনরোষে জ্বলছে নেপাল, রাষ্ট্রপতি ভবন,প্রধানমন্ত্রীর বাসভবনে আগুন
ABP Ananda LIVE : জনরোষে জ্বলছে নেপাল, রাষ্ট্রপতি ভবন প্রধানমন্ত্রীর বাসভবনে আগুন।শ্রীলঙ্কা, বাংলাদেশের পরে নেপালেও গণবিদ্রোহ, মৃত বেড়ে ২৩। জনরোষে জ্বলছে নেপাল, প্রধানমন্ত্রীর বাড়িতে আগুন । বাড়িতে হামলা, ইস্তফা দিয়েই সেনার কপ্টারে উধাও ওলি। কাঠমাণ্ডুতে রাস্তায় ধাওয়া করে উপ প্রধানমন্ত্রীকে মার। নেপালের সুপ্রিম কোর্টেও আগুন লাগাল বিক্ষোভকারীরা। নেপালে জেল ভেঙে সরকার-বিরোধী নেতাকে মুক্ত করল বিক্ষোভকারীরা। একের পর এক মন্ত্রীর বাড়িতে আগুন, সংসদ ভবন ভাঙচুর। মন্ত্রীদের নিরাপত্তা থেকে সরে এল নেপাল পুলিশ। নেপালের রাষ্ট্রপতির বাড়ির দখল নিল আন্দোলনকারীরা। চাপের মুখে উপপ্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, কৃষিমন্ত্রী, স্বাস্থ্যমন্ত্রীর ইস্তফা। নেপালে গণবিদ্রোহ, একের পর এক মন্ত্রীর ইস্তফা। প্রধানমন্ত্রীর ইস্তফা, সামরিক শাসনের পথে নেপাল।
বিক্ষোভের আগুনে জ্বলছে নেপাল। Gen-Z-র প্রতিবাদে ছড়িয়ে পড়েছে অশান্তির আগুন। এই পরিস্থিতিতে ইস্তফা দিয়ে সেনার হেলিকপ্টারে কাঠমাণ্ডু ছাড়তে দেখা গিয়েছে নেপালের প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলিকে। প্রতিবাদের দ্বিতীয় দিনে আরও দুই জনের মৃত্যুর পর, বিক্ষোভের আঁচ বাড়তে থাকে। প্রধানমন্ত্রী ওলির বহিষ্কার ও সরকার বাতিলের দাবিতে সরব হন Gen-Z। এই আবহে Gen-Z-র মধ্যে থেকেই নেপালে প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতি বেছে নেওয়ার দাবি জানাচ্ছেন বিক্ষোভকারীরা। পরিবর্তনের দাবি জানিয়েছে Gen-Z।






























