Chhok Bhanga Chhota : ১০ নভেম্বর দিল্লি বিস্ফোরণ কি হিমশৈলের চূড়া ? ছিল আরও বড় মাপের পরিকল্পনা ?
Chhok Bhanga Chhota : দিল্লি বিস্ফোরণকাণ্ডে চাঞ্চল্যকর তথ্য ! এএনআই সূত্রে খবর।'ধারাবাহিক বিস্ফোরণের ষড়যন্ত্র করেছিল ৮ জন। চারটি শহরে একই সময়ে বিস্ফোরণের পরিকল্পনা। ২ জন করে চারটি দলে ভাগ হয়ে বিস্ফোরণের ছক জঙ্গিদের। ওই চার শহরে রেকিও করেছিল জঙ্গিরা। প্রতিটি দলের কাছে একাধিক IED রাখারও পরিকল্পনা ছিল, খবর সূত্রের। ১০ নভেম্বর দিল্লি বিস্ফোরণকাণ্ড কি হিমশৈলের চূড়ামাত্র? ৬ ডিসেম্বর কি বড় মাপের কোনও হামলা চালানোর পরিকল্পনা ছিল জঙ্গিদের? উঠেছে প্রশ্ন।
এএনআই-সহ আরও একাধিক সূত্র মারফৎ বিভিন্ন খবর এসেছে পৌঁছেছে। দিল্লি বিস্ফোরণকাণ্ডে তদন্তে নেমে এখনও পর্যন্ত গোয়েন্দারা যেটা পেয়েছেন বলে জানা যাচ্ছে, সেটা হচ্ছে, শুধুমাত্র দিল্লি তাঁদের টার্গেটে ছিল না। কারণ দিল্লির কাছে ফরিদাবাদেই, শুধু ২৯০০ কেজি বিস্ফোরক উদ্ধার হয়েছে। এর বাইরে কিছু বিস্ফোরক দিল্লিতে গাড়ি করে নিয়ে যাওয়ার সময়, ড. ওমর আত্মঘাতী বিস্ফোরণ ঘটিয়েছে। এছাড়াও কোথাও কত বিস্ফোরক লোকানো রয়েছে, কোথায় কতজন জঙ্গি লুকিয়ে রয়েছে, সেই সম্পর্কে এখনও তথ্য জানা যাচ্ছে না। কিন্তু যারা এখনও পর্যন্ত গ্রেফতার হয়েছে, যার মধ্যে, চারজন ডাক্টার রয়েছে, তাদেরকে জিজ্ঞাসাবাদ করে এবং অন্যান্য সূত্র মারফৎ পাওয়া তথ্য অনুযায়ী, যেটা গোয়েন্দারা জানতে পারছেন, ভারতবর্ষের চারটি শহরের সিরিয়াল ব্লাস্ট ঘটানোর পরিকল্পনা ছিল, এই জঙ্গিদের ! এই প্রত্যেকটা শহরের জন্য, দুজন করে জঙ্গিকে দায়িত্ব দেওয়া হয়েছিল। তারা এক একটা শহরের একাধিক জায়গায় বিস্ফোরণ ঘটানোর পরিকল্পনা করেছিল। যেটা জানা যাচ্ছে, এই শহরগুলির মধ্যে যেরকম দিল্লি ছিল, তেমনই আহমেদাবাদ-সহ অন্যান্য শহরেও রেকি করা হয়েছিল।































