Calcutta High Court: সিআইডি নথি দেয়নি সিবিআই ও ইডি-কে, ক্ষুব্ধ বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়
আলিপুরদুয়ার মহিলা ঋণদান সমবায় সমিতিতে আর্থিক দুর্নীতির অভিযোগে মামলা। সিআইডি এখনও সিবিআই ও ইডি-কে নথি তুলে না দেওয়ার ক্ষুব্ধ বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। আদালতের সঙ্গে চালাকি করছে রাজ্য, পর্যবেক্ষণ বিচারপতি গঙ্গোপাধ্যায়ের। ৩ দিনের মধ্যে ইডি ও সিবিআই কে তদন্ত শুরু করতে নির্দেশ বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের। ' জানি কে টাকা আত্মসাৎ করেছে, যে সাইকেলে চড়ে ঘুরত, সে এখন গাড়ি চড়ে ঘোরে'। জানতে চান কে সেই নেতা? চেম্বারে আসবেন, বলে দেব, সরকারি আইনজীবীর উদ্দেশে মন্তব্য বিচারপতি গঙ্গোপাধ্যায়ের। সিআইডি-র নির্দেশ পুনর্বিবেচনার আবেদন খারিজ করে ৫০ লাখ টাকা জরিমানা হাইকোর্টের। ২ সপ্তাহের মধ্যে জরিমানা টাকা দিতে হবে রাজ্যকে, নির্দেশ বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের। '১৮ সেপ্টেম্বরের মধ্যে সমস্ত নথি সিবিআই ও ইডি হাতে তুলে না দিলে স্বরাষ্ট্রসচিবকে এজলাসে ডেকে পাঠাব'। জরিমানার টাকা না গুনলে নতুন মিউজিক শুনবে আদালতের থেকে, মন্তব্য বিচারপতি