Ramnavami: কাল রামনবমী, শহর থেকে জেলা, পোস্টারে পোস্টারে ছয়লাপ
ABP Ananda Live: কাল রামনবমী। । অশান্তি রুখতে কড়া পুলিশ। সংবেদনশীল বলে চিহ্নিত রাজ্যের ১০ পুলিশ জেলা ও কমিশনারেট। দায়িত্বে ২৯ জন IPS। কাল কলকাতায় ছোট বড় মিলিয়ে ৫৯টি রামনবমীর মিছিল। ৫টি বড় শোভাযাত্রায় বিশেষ নজরদারি। বহুতল নজরদারি, উড়বে ড্রোন। নির্ধারিত রুট ও অনুমতি ছাড়া মিছিল করলে আইনি পদক্ষেপ করবে পুলিশ।
সুপ্রিম কোর্টের নির্দেশে চাকরি বাতিল হয়েছে ফাঁসিদেওয়া ব্লকের ক্যানসার আক্রান্তের
সুপ্রিম কোর্টের নির্দেশে চাকরি বাতিল হয়েছে ফাঁসিদেওয়া ব্লকের ক্যানসার আক্রান্ত সায়ানগাম ভাওয়ালের। ২০১৬ সালে পরীক্ষা দেওয়ার পর ২০১৮ সালে বিধাননগর কুরবানালি হাই স্কুলের বিজ্ঞান বিভাগে শিক্ষকতার চাকরি পান সায়ানগাম। ২০২৪ সালের ডিসেম্বরে তাঁর ক্যানসার ধরা পড়ে। মুম্বইয়ের টাটা মেমোরিয়াল হাসপাতালে চিকিৎসা চলছে তাঁর। ৩ মাস অন্তর চিকিৎসার জন্য মুম্বই যেতে হয় সায়ানগামকে। বাড়িতে রয়েছে ২ বছরের সন্তান, স্ত্রী, মা, ভাই ও ভাইয়ের স্ত্রী। সায়ানগামের চাকরি চলে যাওয়ায় তাঁর চিকিৎসা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। হাইকোর্টের চাকরি বাতিলের রায় বেরনোর পরেও গুরুতর অসুস্থ হয়ে পড়েছিলেন তিনি। সুপ্রিম কোর্টের নির্দেশে ক্যানসার আক্রান্ত সোমা দাসের চাকরি বহাল রয়েছে। সায়ানগামের পরিবারেরও আর্জি সোমার মতো ছাড় দেওয়া হোক তাঁদের ছেলেকেও নাহলে মাঝপথে তাঁর চিকিৎসা বন্ধ হয়ে যাবে।






























