Ramnavami: কাল রামনবমী, তার আগেই হাওড়ার সাঁকরাইলে অস্ত্র হাতে সিংহ বাহিনীর মিছিল, চারিদিকে পুলিশ
ABP Ananda Live: কাল রামনবমী, তার আগেই হাওড়ার সাঁকরাইলে অস্ত্র হাতে সিংহ বাহিনীর মিছিল, চারিদিকে পুলিশ। রামনবমীতে অশান্তি পুলিশের কড়া নজরদারি। সংবেদনশীল বলে চিহ্নিত রাজ্যের ১০ পুলিশ জেলা ও কমিশনারেট। সংবেদনশীল এলাকার দায়িত্বে ২৯ জন IPS অফিসার। ২-৯ এপ্রিল রাজ্য পুলিশের সব কর্মী ও অফিসারের ছুটি বাতিল। কাল কলকাতায় ছোট বড় মিলিয়ে ৫৯টি রামনবমীর মিছিল হবে। ৫টি বড় শোভাযাত্রায় বিশেষ নজরদারি প্রায় ৫ হাজার পুলিশ মোতায়েন থাকবে। এন্টালি, পিকনিক গার্ডেন, কাশিপুর, হেস্টিংস ও সেন্ট্রাল অ্যাভিনিউয়ে হবে মিছিল। বহুতল থেকে চলবে নজরদারি, উড়বে ড্রোন, থাকবে পুলিশ পিকেট। নির্ধারিত রুট ও অনুমতি ছাড়া মিছিল করলে আইনি পদক্ষেপ করবে পুলিশ।
কুণাল ঘোষের সঙ্গে দেখা করতে গেলেন চাকরিহারাদের একাংশ
তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষের সঙ্গে দেখা করতে গেলেন সুপ্রিম কোর্টে নির্দেশে চাকরিহারাদের একাংশ।






























