এক ডজন গল্প: ফের রাজভবনে রাজ্যপালের সঙ্গে সাক্ষাৎ শুভেন্দু অধিকারীর
'পশ্চিমবঙ্গ দিবস' পালন বিজেপির। রাজ্য দফতরের সামনে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের মূর্তিতে মাল্যদান করেন শুভেন্দু অধিকারী। বিধানসভার দক্ষিণ গেটে ৫৪ জন বিধায়কের প্রতিও শ্রদ্ধাজ্ঞাপন। এই ৫৪ জন বিধায়কই ১৯৪৭ সালে পশ্চিমবঙ্গ পঠনের পক্ষে মত দেন। বিজেপির দাবি বারবার বলা সত্ত্বেও দিনটিকে ছুটি ঘোষণা করছে না রাজ্য সরকার। এই বিষয়ে রবিবার ট্যুইট করেন দিলীপ ঘোষ সব রাজ্য বিজেপির একাধিক নেতা। এই প্রসঙ্গে বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী জানিয়েছেন, "বিহার দিবস, ওড়িশা দিবস পালন হলে কেন পশ্চিমবঙ্গ দিবস পালন করা হবে না? এর আগে শাসক অথবা বিরোধী দল কেউ এই বিষয়ে দৃষ্টিপাত করেনি কারণ এটা করতে গেলেই শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় সহ জনসঙ্ঘের নাম আসবে। তাঁদের রাজনৈতিক সমস্যা রয়েছে বলে তারা এই কাজ করেন নি।"
পাল্টা শুভেন্দু শেখর রায় জানিয়েছেন, আজকের দিনটি পশ্চিমবঙ্গ দিবস নয়, বঙ্গভঙ্গ দিবস হিসাবে পালন করা উচিত। কারণ আজকের দিনে বেঙ্গল অ্যাসেম্বলিতে বাংলা বিভাজনের রেসলিউশন নেওয়া হয়েছিল। ওরা আসলে বাংলা ভাগ করার উৎসব পালন করছে। শ্যামাপ্রসাদকে পশ্চিমবঙ্গের জনক বলার থেকে ঐতিহাসিক মিথ্যে আর কিছু হতে পারে না।
উত্তরবঙ্গকে পৃথক রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চল করার বিজেপি সাংসদের দাবি ঘিরে বিতর্ক অব্যাহত। রবিবার ফের দিলীপ ঘোষ দাবি করেন, “জন বার্লার মন্তব্য ব্যক্তিগত। বাংলা ভাগকে সমর্থন করে না রাজ্য বিজেপি।” অন্যদিকে তৃণমূলের হুঁশিয়ারি, “বাংলাকে কোনভাবে ভাগ করা যাবে না।”
তৃণমূল কংগ্রেসের যোগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন আলিপুরদুয়ার বিজেপি সভাপতি গঙ্গাপ্রসাদ শর্মা। এবিপি আনন্দকে গঙ্গাপ্রসাদ জানান, "আমার সঙ্গে জেলার ছয় জন জেলা পদাধিকারী তৃণমূলে যোগ দেবেন।" পাল্টা দিলীপ ঘোষ জানিয়েছেন, "আমিও শুনেছি, কিন্তু কিছু দেখছি না। হতে পারে অনেকে চাপে পড়ে যাচ্ছে। দুই-একজন যেতেও পারেন। আমরা কর্মীদের সঙ্গে যোগাযোগ রেখে কথা বলছি।" ঘটনায় স্থানীয় তৃণমূল নেতৃত্ব জানিয়েছে, "তৃণমূল কংগ্রেস একটি সর্বভারতীয় দল। এই দলে যোগদানের নির্দিষ্ট নিয়ম আছে। কাকে দলে নেওয়া হবে সেই সিদ্ধান্ত নেও সর্বোচ্চ নেতৃত্ব। সর্বোচ্চ নেতৃত্বের সিদ্ধান্তকে আমরা সব সময় স্বাগত জানাব। আগেও বহুবার জানানো হয়েছে যে ভবিষ্যতে আমাদের রাজ্য থেকে বিজেপি দলটাই উঠে যাবে।"
ফের রাজ্যপালের সঙ্গে রাজভবনে সাক্ষাৎ শুভেন্দু অধিকারীর। নিজেই ট্যুইট করে জানিয়েছেন জগদীপ ধনকড়। রাজ্যপাল লিখেছেন, “বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর সঙ্গে দেখা হল। ভোট পরবর্তী হিংসা, মানবাধিকার লঙ্ঘন, ও গোটা রাজ্যে মিথ্যে অভিযোগ মামলা দায়ের নিয়ে তিনি রাজ্যপালের কাছে অবিলম্বে হস্তক্ষেপের আর্জি জানিয়েছেন। মানবাধিকার লঙ্ঘন বা বর্বরোচিত অপরাধের ঘটনায় কোন তদন্ত হয়নি। অভিযুক্তদের গ্রেফতারের সংখ্যাও কম।” রাজ্যপালের ট্যুইটকে কটাক্ষ করেছে তৃণমূল।
যে বিজেপি সাংসদের মন্তব্য ঘিরে বিতর্ক সেই জন বার্লার বিরুদ্ধে এফআইআর। দিনহাটা থানায় আলুপুরদুয়ারের বিজেপি সাংসদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন স্থানীয় তৃণমূল নেতা জাকারিয়া হোসেন। বিজেপি সাংসদের বিরুদ্ধে উস্কানিমূলক মন্তব্য করার অভিযোগ করা হয়েছে।
করোনার তৃতীয় ঢেউ আসার আগেই চোখ রাঙ্গাচ্ছে 'ডেল্টা ভেরিয়েন্ট’। করোনা আক্রান্তদের জিন বিশ্লেষণে উদ্বেগের ছবি তামিলনাড়ুতে। পরীক্ষা হওয়া ৭০ শতাংশের শরীরেই মিলল "ডেল্টা ভেরিয়েন্ট”। করোনা আক্রান্তদের মধ্যে কতজন "ডেল্টা ভেরিয়েন্টে” র শিকার? জানতে আক্রান্তদের নমুনা নিয়ে জিন বিশ্লেষণ। ১ হাজার ১৫৯ জনের নমুনা পরীক্ষা তামিলনাড়ুতে। রিপোর্ট মিলেছে ৫৫৪ জনের। ৫৫৪ জনের মধ্যে ৩৮৬ জনের শরীরে মিলেছে "ডেল্টা ভেরিয়েন্ট”। ৬০৫ জনের নমুনা রিপোর্ট এখনও এসে পৌঁছয়নি।