এক ডজন গল্প: পিএসি বিতর্কে মুকুলের পাশে মমতা বন্দ্য়োপাধ্যায়
পিএসি (PAC) বিতর্কে মুকুল রায়ের (Mukul Roy) পাশে দাঁড়াতে গিয়ে তাঁকে বিজেপি সদস্য বললেন মমতা বন্দ্য়োপাধ্য়ায় (Mamata Banerjee)। এদিকে বিজেপি মুকুল রায়ের মনোনয়ন বাতিলের দাবিতে বিধানসভার সচিবকে চিঠি দিলেও তা খারিজ হয়ে গিয়েছে। বিধানসভা থেকে প্রকাশিত ২০ জনের প্রার্থী তালিকায় মুকুল রায়ের নামও রয়েছে।
জ্ঞানেশ্বরী প্রতারণাকাণ্ডে ধোঁয়াশা কাটাতে অভিযুক্ত অমৃতাভ চৌধুরীর আজ ডিএনএ (DNA) টেস্ট করা হল আজ। ব্যাঙ্কশাল আদালতের অনুমতি নিয়ে আজ অমৃতাভ ও তাঁর বাবাকে এসএসকেএমে নিয়ে যান গোয়েন্দারা। জীবিত এবং মৃতের রহস্য ভেদ করতে এখন রিপোর্টের দিকে তাকিয়ে সবাই।
লোকাল ট্রেন চালানোর দাবিতে বিক্ষোভ শিয়ালদা দক্ষিণ শাখার মল্লিকপুর স্টেশনে (Mallickpur Station) এদিন সকাল থেকে দফায় দফায় বিক্ষোভ চলে। বিক্ষোভকারীদের সঙ্গে সংঘর্ষে জড়ায় বিশাল পুলিশ বাহিনী। পুলিশকে লক্ষ্য করে ছোঁড়া হয় ইট-পাথর। আহত হয়েছেন জিআরপি-র ওসি সহ কয়েকজন। ভাঙচুর করা হয় জিআরপির গাড়ি। স্টেশন থেকে পুলিশকে তাড়া করে বিক্ষোভকারীরা। বিক্ষোভকারীদের অভিযোগ, গতকাল সোনারপুর স্টেশনে বিক্ষোভের সময় তাঁদের দাবি মানার প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল। কিন্তু সেই ব্যাপারে কোন সিদ্ধান্ত নেয়নি রেল কর্তৃপক্ষ। কয়েক ঘণ্টা পর অবশেষে কিছুটা শান্ত হয় মল্লিকপুর ষ্টেশন (Mallickpur Station) চত্বর। উত্তেজিত জনতার সঙ্গে আলোচনা করেন রেলের আধিকারিকরা। আলোচনার পরে মল্লিকপুর ষ্টেশন থেকে ট্রেনে উঠতে দেওয়া হয় সাধারণ মানুষকে। যাত্রীদের নিয়ে সেই ট্রেন শিয়ালদার দিকে রওনা হয়। দাবি মেনে নেওয়ায় অবরোধ তুলে নেন বিক্ষোভকারীরা। প্রসঙ্গত, আজ ফের লোকাল ট্রেন (Local Train) চালানোর দাবিতে সোনারপুর (Sonarpur) স্টেশনে রেল অবরোধ করেন নিত্যযাত্রীরা। সকাল ৭টা থেকে অবরোধ শুরু হয়। পরে সেই অবরোধ উঠে যায়।
আজ মুখ্যমন্ত্রী ঘোষণা করেন নতুন স্টুডেন্ট ক্রেডিট কার্ড প্রকল্পে মন্ত্রিসভায় ছাড়পত্র মিলেছে। আগামী ৩০ জুন এই প্রকল্পটি সরকারিভাবে লঞ্চ হবে। আজ ক্যাবিনেটে এটি পাশ হয়েছে। এই টাকায় স্নাতক, স্নাতকোত্তর, পেশা, ডিপ্লোমা কোর্স, ডক্টরাল, পোস্ট ডক্টরাল স্তরের গবেষণার খরচ প্রভৃতি জায়গায় এই কার্ডটি প্রযোজ্য হবে। সরকার হল এই কার্ডের গ্যারেন্টার। যাঁরা পশ্চিমবঙ্গে কমপক্ষে ১০ বছর বাস করছেন তাঁরা এই প্রকল্পের সুবিধা পাবেন। চাকরি পাওয়ায় পর ১৫ বছরের মধ্যে এই টাকা ফেরত দিতে হবে। ১০ লক্ষ টাকা পর্যন্ত লোন নিতে পারবেন পড়ুয়ারা। ৪০ বছর বয়স পর্যন্ত ক্রেডিট কার্ডের সুবিধা পাওয়া যাবে।"