এক ডজন গল্প: মাদককাণ্ডে ভিন রাজ্যের যোগ, পামেলাকে নিয়ে দিনভর নিউটাউনের পার্লারে তল্লাশি পুলিশের
বিধানসভা ভোটের আগে রাজ্য রাজনীতিতে তোলপাড়। তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) কালীঘাটের বাড়ি শান্তিনিকেতনে সিবিআই। কেন্দ্রীয় গোয়েন্দা সূত্রের খবর অভিষেকের স্ত্রী রুজিরা (Rujira Banerjee) ও শ্যালিকা মেনকা গম্ভীরকে (Menoka Gambhir) জিজ্ঞাসাবাদের জন্য নোটিশ দেওয়া হয়েছে। কয়লাকাণ্ডে অভিষেকের স্ত্রী রুজিরার ব্যাঙ্ক অ্যাকাউন্টে লেনদেনের তথ্য গোয়েন্দাদের হাতে এসেছে বলে সিবিআই (CBI) সূত্রে দাবি। রবিবার নিউটাউনের শপিং মলে থাকা পামেলা গোস্বামীর পার্লারে তল্লাশি চালায় পুলিশ। পামেলাকে সঙ্গে নিয়েই তল্লাশি চলে। মাদককাণ্ডে ভিন রাজ্যের যোগ মিলেছে বলে পুলিশ সূত্রে দাবি করা হচ্ছে। মাদক পাচারের অভিযোগে গ্রেফতার করা হয়েছিল বিজেপির যুবমোর্চার সম্পাদক তথা অভিনেত্রী পামেলা গোস্বামীকে। প্রসঙ্গত, প্রায় ১০ লক্ষ টাকা মূল্যের ৯০ গ্রাম কোকেন সহ পামেলা ও বিজেপি যুবনেতা প্রবীরকুমার দে ও তাঁদের দেহরক্ষীকে গ্রেফতার করে পুলিশ। তারপরই পামেলার পার্লারে তল্লাশি চালানোর উদ্যোগ নেয় পুলিশ।