এক ডজন গল্প: আজ থেকে শুরু হল 'খাইবার পাস', চলবে রবিবার পর্যন্ত | Bangla News
বারাণসী (Varanasi) থেকে ফেরার সময় মাঝ আকাশে মুখ্যমন্ত্রীর বিমান-বিভ্রাট। ৩৭ হাজার ফুট থেকে বেশ কয়েক হাজার নীচে নামল বিমান। কলকাতার আকাশে ঢোকার সময় মুখ্যমন্ত্রীর (Mamata Banerjee) বিমানে ‘বিভ্রাট’। এয়ার টার্বুল্যান্সে পড়ে হঠাৎ নেমে আসে মুখ্যমন্ত্রীর (Mamata Banerjee) বিমান। রুট ক্লিয়ারেন্স নেওয়া হয়েছিল কিনা, জানতে চান ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী, জানা যাচ্ছে সূত্র মারফত। হঠাৎ বিমান নেমে আসায় আতঙ্কিত হয়ে পড়েন যাত্রীরা। ‘রুট ক্লিয়ারেন্স ছিল, কিন্তু আবহাওয়ার হঠাৎ পরিবর্তনে বিভ্রাট’, মুখ্যমন্ত্রীর বিমান বিভ্রাট নিয়ে দাবি বিমানবন্দর কর্তৃপক্ষের। নিরাপত্তা নিয়ে প্রশ্ন বিভিন্ন মহলে।
ইউক্রেনের রাজধানী কিভ থেকে পোল্যান্ড সীমান্তে যাওয়ার দিকে গুলিবিদ্ধ ভারতীয় ছাত্র। ভর্তি রয়েছেন কিভ সিটি ক্লিনিক্যাল হাসপাতালে। এখনও ইউক্রেনে আটকে বহু ভারতীয় পড়ুয়া। প্রধানমন্ত্রীর কাছে দেশে ফেরানোর দাবি করেছেন তাঁরা।
খাই খাই পর্ব ফিরল যোধপুর পার্কে তালতলা মাঠে। আজ থেকে শুর হল 'খাইবার পাস'। ৫০টি স্টলে রয়েছে জিভে জল আনা হরেক খাবার। 'খাইবার পাস'-র দরজা খোলা রবিবার পর্যন্ত।