এক ডজন গল্প: সরকারি বাসগুলিকে স্যানিটাইজ করে প্রস্তুত রাখার মৌখিক নির্দেশ দিল রাজ্য
কুণাল ঘোষের (Kunal Ghosh) বাড়িতে রাজীব বন্দ্যোপাধ্যায়ের (Rajib Banerjee) যাওয়া নিয়ে চর্চা এখনও অব্যাহত। তাহলে কি তৃণমূলে (TMC) ফিরতে চলেছেন বিজেপি নেতা? আর এই অবস্থায় শাসকদলের অন্দরে বাড়ছে বিরোধিতার সুর। যদিও এই বিষয়টিকে গুরুত্ব দিতে চাইছে না বিজেপি নেতৃত্ব। এদিকে রত্না চট্টোপাধ্যায়ের সম্পর্কে ফের সরব শোভন চট্টোপাধ্যায়। ফেসবুক লাইভে বান্ধবী বৈশাখী বন্দ্যোপাধ্যায়কে দেওয়া সাক্ষাৎকারে কলকাতার প্রাক্তন মেয়র ও মন্ত্রী একের পর এক অভিযোগ করলেন। যার পাল্টা জবাব দিয়েছেন বেহালা পূর্বের তৃণমূল বিধায়কও। এদিকে সরকারি বাসগুলিকে (Government Buses) স্যানিটাইজ করে প্রস্তুত রাখতে পরিবহণ নিগমগুলিকে মৌখিক নির্দেশ দিল রাজ্য সরকার। বুধবার সরকারি পরিবহণ কর্মীদের অফিসে হাজির থাকার নির্দেশ দেওয়া হয়েছে। তবে আগামীকাল রাজ্যের পরিবহণ পরিস্থিতি খতিয়ে দেখে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে বলে পরিবহণ দফতর সূত্রে খবর। একইসঙ্গে লোকাল ট্রেন (Local Train) চালু করতে কী ভাবনা? রাজ্যকে চিঠি দিয়ে জানতে চাইল রেল। ‘স্টাফ স্পেশাল ট্রেনগুলিতে ভিড় বাড়ছে, আরও ট্রেন চালানো প্রয়োজন। করোনা (Corona) আবহে স্টাফ স্পেশালে ভিড় কমানো প্রয়োজন’, রাজ্য সরকারকে চিঠি দিয়ে জানাল পূর্ব রেল (Eastern Railway)। কার্যত লকডাউনের পর রাজ্য কি লোকাল ট্রেন চালানো নিয়ে কোনও সিদ্ধান্ত নেবে? সেই কথাও জানতে চাওয়া হয়েছে রেলের তরফে।