করোনা ভ্যাকসিনের সর্বোচ্চ দর ২৫০ টাকা
করোনা ভ্যাকসিনের সর্বোচ্চ দাম বেঁধে দিল কেন্দ্র। ২৫০ টাকায় বেসরকারি হাসপাতালে টিকার একটি ডোজ। ভ্যাকসিনের দাম ১৫০ টাকা, সার্ভিস চার্জ ১০০ টাকা। ১ মার্চ থেকে দেশে তৃতীয় পর্যায়ের টিকাকরণ।
ভোটের নির্ঘণ্ট প্রকাশের পর প্রথম সভা থেকেই নাম না করে পরস্পরকে আক্রমণ করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় ও শুভেন্দু অধিকারী। ডবল ইঞ্জিন সরকারের পক্ষে সওয়াল করলেন শুভেন্দু অধিকারী। পাল্টা মেদিনীপুরে বিজেপির জামানত জব্দ করার হুঁশিয়ারি দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।
৩ মার্চ ডিএম-এসপিদের সঙ্গে পর্যবেক্ষকদের বৈঠক। ডিএম-এসপিদের সঙ্গে ৪ কেন্দ্রীয় পর্যবেক্ষকের সঙ্গে বৈঠক। বিশেষ পর্যবেক্ষক অজয় নায়েক, আয়-ব্যয় পর্যবেক্ষক বি মুরলীকুমার। ২ পুলিশ পর্যবেক্ষক বিবেক দুবে, মৃণালকান্তি দাস। ডিএম-এসপিদের সঙ্গে ভার্চুয়াল বৈঠক পর্যবেক্ষকদের।
বাংলা নিজের মেয়েকেই চায়। ভোটের দিন ঘোষণার পরই ট্যুইট ভোট কুশলী প্রশান্ত কিশোরের। বাংলা তার মেয়েকেই চায়, পিসিকে নয়। দেবশ্রী চৌধুরী, লকেট চট্টোপাধ্যায়দের ছবি দিয়ে ট্যুইট বিজেপির।
ভোটের আগে কোচবিহারে তৃণমূলের অস্বস্তি। আলাদা প্রার্থী দেবে গ্রেটার কোচবিহার পিপলস অ্যাসোসিয়েশন। বিধানসভায় নিজেদের কথা নিজেরাই বলব, মন্তব্য বংশীবদন বর্মনের। গ্রেটার কোচবিহার আন্দোলনের নেতা বংশীবদন বর্মন। এনিয়ে তৃণমূলের কোনও প্রতিক্রিয়া মেলেনি।
কাল বাম-কংগ্রেসের ব্রিগেড। চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। দফায় দফায় সভাস্থল পরিদর্শন করছেন বাম-কংগ্রেসের নেতারা। ইতিমধ্যেই দূর-দূরান্তরের জেলা থেকে আসতে শুরু করছেন কর্মী-সমর্থকরা।