এক ডজন গল্প: রাজ্যে একদিনে Corona আক্রান্ত ১৬,২২৫ জন, সংক্রমণ-মৃত্যুতে শীর্ষে উত্তর ২৪ পরগনা
রাজ্যে দৈনিক আক্রান্ত সামান্য কমলেও মৃত্যু ফের ১৫০ পার। গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনা (Corona) আক্রান্ত ১৬ হাজার ২২৫ জন। নতুন করে মৃত্যু হয়েছে ১৫৩ জনের। একদিনে সুস্থ ১৯ হাজারের বেশি। সংক্রমণ ও মৃত্যুতে শীর্ষে উত্তর ২৪ পরগনা। জেলায় নতুন করে আক্রান্ত ৩ হাজার ৪২৭, মৃত ৩৭। পাশাপাশি বুদ্ধদেব ভট্টাচার্যের (Buddhadeb Bhattacharya) শারীরিক অবস্থার উন্নতি। গতকালের তুলনায় ভালো আছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী। চিকিৎসকদের সঙ্গে কথাও বলেছেন বুদ্ধদেব ভট্টাচার্য। তাঁকে নির্দিষ্ট সময় অন্তর দেওয়া হচ্ছে বাইপ্যাপ। বাইপ্যাপ দেওয়ার পর তাঁর শরীরে অক্সিজেনের মাত্রা ৯২। অন্যদিকে তাঁর স্ত্রী মীরা ভট্টাচার্যের অবস্থাও স্থিতিশীল, জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। অন্যদিকে করোনার (Corona) কারণে স্থগিত জেইই অ্যাডভান্সড (JEE Advanced)। পরীক্ষা হওয়ার কথা ছিল ৩ জুলাই। এই বছর পরীক্ষার দায়িত্বে খড়গপুর আইআইটি (Kharagpur IIT)। পরিস্থিতি পর্যালোচনা করে পড়ে জানানো হবে পরীক্ষার তারিখ।