New Year 2022: এখন কলকাতা: ওমিক্রন উদ্বেগের মাঝেই বর্ষবরণের জন্য় প্রস্তুত কলকাতা। Bangla News
শহর জুড়ে বর্ষবরণের প্রস্তুতি। সেজে উঠেছে তিলোত্তমা। একদিকে ওমিক্রনের চোখরাঙানি, বাড়ছে করোনার দাপট। তারই মাঝে নতুন বছরকে স্বাগত জানাতে প্রস্তুত কলকাতা সহ গোটা বিশ্ব। সারা শহরে চলছে মাইকিং। প্রচার।
পার্কস্ট্রিটে ভিড় চোখে পড়়ছে না। তবে পার্কস্ট্রিট প্রস্তুত নতুন বছরকে স্বাগত জানাতে। এখানে বিশাল পুলিশ মোতায়েন রয়েছে। আলোর চাদরে মোড়়া পার্কস্ট্রিট। মির্জা গালিফ স্ট্রিট থেকে পার্ক স্ট্রিটে আসার রাস্তা বন্ধ করে দেওয়া হয়েছে। বেশিরভাগ মানুষ মাস্ক পড়লেও, বেশ কিছু মানুষের মুখে নেই মাস্ক।
রাত বাড়ার সঙ্গে সঙ্গে রঙিন হচ্ছে শহর কলকাতা। এখন বন্ধ রয়েছে সেন্ট পলস ক্যাথিড্রাল। সকাল ১০ টা থেকে ১ টা পর্যন্ত খোল ছিল চার্চ। বাইরে থেকে সেলফি তোলার হিড়িক চোখে পড়ছে। সকাল থেকেই পুলিশি নিরাপত্তা চোখে পড়ার মতো। ছবি তোলার অজুহাতে মাস্ক খুললেও পুলিশের তরফে মাইকিং করা হচ্ছে।
মাইকে প্রচার চালাচ্ছে পুলিশ। আবেদন করা হচ্ছে মাস্ক পরার জন্য। দূরত্ববিধি মানার জন্য। সচেতন হওয়ার জন্য। গোটা পার্কস্ট্রিট জুড়ে দেখা যাচ্ছে এই প্রচার। গোটা শহর জুড়ে ছবিটা একই।
‘সংক্রমিতদের ৮০ শতাংশ উপসর্গহীন। ৫ থেকে ৬ জন করোনা আক্রান্ত হলে কনটেনমেন্ট জোন করা হবে। কলকাতা পুরসভার কোনও কর্মী আক্রান্ত হলে ৫ দিন পর ফের পরীক্ষা করুন। এখন কেউ উপসর্গহীন হলেও ৫ দিন পরে ফের পরীক্ষা করা হবে। সুস্থ বোধ করলে কাজে যোগদানের জন্য ডেকে নেওয়া হবে। ফের চালু করা হবে সেফ হোম। কলকাতায় চালু হবে কনটেনমেন্ট জোন। সংক্রমিতদের ১৭ শতাংশের উপসর্গ রয়েছে।' সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানালেন ফিরহাদ হাকিম।
উৎসবে বর্ষবরণ সিডনিতে। অস্ট্রেলিয়ার সিডনিতে (Sydney) হল বর্ষবরণের অনুষ্ঠান (Happy New Year)।
আলোর রোশনাইয়ে সেজেছে গোটা বিশ্ব। উৎসবে বর্ষবরণ অকল্যান্ডে (Auckland)। এখানে হল বর্ষবরণের অনুষ্ঠান (Happy New Year)।
সমস্ত শো
![Ekhon Kolkata : টেটের আগের দিন বিস্ফোরক অভিযোগ পর্ষদ সভাপতির](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/12/10/51f23a91d332860be5cddac526409cee1670683858574170_original.jpg?impolicy=abp_cdn&imwidth=470)
![#](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/12/09/145b7d70a5af40543422be389ec81df71670597412121229_original.jpg?impolicy=abp_cdn&imwidth=470)
![#](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/12/09/145b7d70a5af40543422be389ec81df71670597412121229_original.jpg?impolicy=abp_cdn&imwidth=470)
![#](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/12/07/00c53c87c0ff1aad008e78f59df61dbb167042882066049_original.jpeg?impolicy=abp_cdn&imwidth=470)
![#](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/12/07/00c53c87c0ff1aad008e78f59df61dbb167042882066049_original.jpeg?impolicy=abp_cdn&imwidth=470)
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)