এখন কলকাতা: হরিদেবপুরে রিহ্যাব সেন্টারে তরুণের রহস্যমৃত্যু, তদন্তে সহযোগিতার আশ্বাস কর্তৃপক্ষের | Bangla News
হরিদেবপুরে (Haridevpur) রিহ্যাব সেন্টারে তরুণের রহস্যমৃত্যু। রিহ্যাব সেন্টারের সামনের রাস্তা থেকে দেহ উদ্ধার হয়েছে। মৃত্যুর সঠিক কারণ জানতে পূর্ণাঙ্গ তদন্তের দাবি মৃতের পরিবারের। ছাদ থেকে কেউ ঠেলে ফেলে দিয়েছে কি না জানতে চেয়েছে পরিবার। গত ২ মাস ধরে এই রিহ্যাব সেন্টারে ভর্তি ছিলেন অনির্বাণ ভট্টাচার্য। তদন্তে পূর্ণ সহযোগিতার আশ্বাস রিহ্যাব সেন্টার কর্তৃপক্ষের।
বালিগঞ্জে কয়লা ব্যবসায়ীর অফিসে ঢুকে গুলি চালানোর অভিযোগ। কেউ হতাহত না হলেও চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। কেন এই হামলা তা অবশ্য স্পষ্ট নয়। পুলিশ সূত্রে দাবি, অফিসে ঢুকে ব্ল্যাঙ্ক ফায়ার করে দুষ্কৃতী। চেষ্টা চলছে সিসি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখে দুষ্কৃতীদের চিহ্নিত করার।
অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) গতকালের বক্তব্যকে সমর্থন জানিয়েছেন চিকিৎসক কুণাল সরকার (Dr. Kunal Sarkar)। করোনা (Corona) রুখতে আগামী দুই মাস সবকিছু স্থগিত রাখা উচিত, এমনই মন্তব্য করেছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। 'অভিষেক যা বলেছেন চলুন করে দেখাই', ট্যুইট কুণাল সরকারের।
বাঁশদ্রোণীতে (Bansdroni) ফাঁকা বাড়ির তালা ভেঙে চুরি। উধাও ১২ ভরি সোনা, দেড় লক্ষ নগদ টাকা। খোয়া গেছে দামি ক্যামেরা সহ একাধিক মূল্যবান সামগ্রীও। বাঁশদ্রোণী থানায় অভিযোগ দায়ের হয়েছে। গতকাল রাতে বাড়িতে কেউ না থাকার সুযোগে চুরি।
করোনা (Corona) আবহে সক্রিয় ব্যাঙ্ক প্রতারণা চক্র। প্রতারণার শিকার কলকাতা বিশ্ববিদ্যালয়ের (University of Calcutta) অধ্যাপক। তিনটি অ্যাকাউন্ট থেকে উধাও ৩ লক্ষ ৩৩ হাজার টাকা। কেওয়াইসি আপডেট করার নামে অ্যাপ ডাউনলোড করতে বলা হয়। অ্যাপ ডাউনলোড করতেই ধাপে ধাপে উধাও টাকা। কসবা থানায় (Kasba Police Station) ইতিমধ্যেই অভিযোগ দায়ের করা হয়েছে।