এখন কলকাতা (Seg 1): রাজ্য-রাজ্যপাল সংঘাতে এবার সুর চড়াচ্ছে তৃণমূল, আনা হতে পারে রাজ্যপালের অপসারণের প্রস্তাব | Bangla News
রাজ্য-রাজ্যপাল সংঘাতে নতুন মোড়। সংসদে প্রস্তাব আনছে তৃণমূল (TMC)। রাজ্যপালের (Jagdeep Dhankhar) অপসারণ চেয়ে সংসদে প্রস্তাব আনতে পারে তৃণমূল। বিধানসভায় রাজ্যপালের আক্রমণের পরে সুর চড়াচ্ছে তৃণমূল। ‘সাংবিধানিক পদে থেকেও কর্তব্যে গাফিলতি’, অপসারণের প্রস্তাব। রাজ্যসভায় (Rajya Sabha) রাজ্যপালের বিরুদ্ধে প্রস্তাব আনতে পারেন সুখেন্দু শেখর রায়, জানা যাচ্ছে সূত্র মারফত।
এপ্রসঙ্গে তৃণমূলের রাজ্যসভার সাংসদ সুখেন্দু শেখর রায় বলেন, "হতে পারে আমরা বাজেট অধিবেশনে তাঁর বিরুদ্ধে অপসারণ প্রস্তাব আনতে পারি। দল নির্দেশ দিলে ভেবে দেখব। দলনেত্রীর অনুমতি নিয়েই যা করার করব।"
"আমরা শুধু শিক্ষাসচিবকে বলতে এসেছিলাম স্কুল-কলেজ খোলার জন্য। শিক্ষামন্ত্রী, শিক্ষাসচিব সব ল্যাম্পপোস্ট, সব ওই নবান্নের ১৪ তলা থেকে বলা হচ্ছে। এই রাজ্যের মুখ্যমন্ত্রী মানে মূর্খ। ২৩ জানুয়ারির ভাষণে মুখ্যমন্ত্রীর চেয়ারের গরিমা মাটিতে মিশে গেছে', বিকাশ ভবনের সামনে কনভয় আটকানোর পর কটাক্ষ বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari)।
গুরুতর অসুস্থ সন্ধ্যা মুখোপাধ্যায় (Sandhya Mukherjee)। আজ এসএসকেমে গিয়ে তৃণমূল বিধায়ক মদন মিত্র (Madan Mitra) বলেন, "অত্যন্ত দুর্ভাগ্যজনক। মানসিক যন্ত্রণা, অপমানের চূড়ান্ত পর্যায় বোধহয় এতবড় শিল্পী মানসিকভাবে মেনে নিতে পারেননি। সরকার সর্বশক্তি দিয়ে তাঁকে সুস্থ করার চেষ্টা করবে। বিজেপি সমস্ত রেখা লঙ্ঘন করছে।' এপ্রসঙ্গে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার (Sukanta Majumdar) বলেন, "মদনবাবু অনেক সময় অনেক কথা বলেন। কোন সময়ে বলছেন তার ওপর নির্ভর করছে। একটা সময়ের পর মদনবাবু অন হয়ে যান।"