এখন কলকাতা (Seg 1): আইএমএ কলকাতা শাখার নির্বাচন ঘিরে উত্তেজনা, উঠল ছাপ্পা ভোটের অভিযোগ | Bangla News
আইএমএ (IMA) কলকাতা শাখার নির্বাচন ঘিরে উত্তেজনা। আইএমএ-র সভাপতি পদের জন্য লড়াই করছেন চিকিৎসক বিধায়ক নির্মল মাজি ও আর এক চিকিৎসক প্রশান্ত ভট্টাচার্য। এই নির্বাচন ঘিরে উত্তেজনা। মোতায়েন করা হয় বিশাল পুলিশবাহিনী। দু'পক্ষের সমর্থকদের মধ্যে ঝামেলা। আইএমএ-র ভোটকেন্দ্রের সামনে বিক্ষোভ। উঠল বহিরাগতদের দিয়ে ভোট করানোর অভিযোগ।
এপ্রসঙ্গে সিপিএম নেতা সুজন চক্রবর্তী (Sujan Chakraborty) বলেন, "চিকিৎসকদের নির্বাচন নিয়ে বুথ দখল, অভিযোগ-পাল্টা অভিযোগ, তৃণমূলের দুই গোষ্ঠীর লড়াই? তৃণমূলের অসৎ সঙ্গে পড়ে সমস্ত বাংলা সর্বনাশের দিকে যাচ্ছে।"
করোনাকালে দু'বছর পড়ে সোমবার থেকে শুরু হচ্ছে মাধ্যমিক (Madhyamik)। ৫০ হাজার বেড়ে মাধ্যমিকে ১১ লক্ষের বেশি রেকর্ড পরীক্ষার্থী। স্পর্শকাতর এলাকায় পরীক্ষা শুরুর আগে বন্ধ থাকবে ইন্টারনেট পরিষেবা। করোনাবিধি মেনে এবার মাস্ক পরেই দিতে হবে মাধ্যমিক পরীক্ষা।
সাউথ সিটি মলের কাছে তালতলা মাঠে খাইবার পাস। শনিবার সন্ধেতে ধীরে ধীরে ভিড় জমাচ্ছেন খাদ্যরসিকরা। রকমারি খাবারের একটাই ডেস্টিনেশন, খাইবার পাস (Khaibar Pass)। চলবে আগামী রবিবার পর্যন্ত।