(Source: ECI/ABP News/ABP Majha)
Ekhon Kolkata (Seg 1): 'কংগ্রেসকে ভোট দেওয়া মানেই বিজেপির পক্ষে ভোট দেওয়া', গোয়ায় আক্রমণ অভিষেকের । Bangla News
কংগ্রেসকে ভোট দেওয়া মানেই বিজেপির পক্ষে ভোট দেওয়া। গোয়ায় সাংবাদিক বৈঠকে ফের কংগ্রেসকে আক্রমণে অভিষেক। বিজেপির বিরুদ্ধে একমাত্র লড়াই করছে তৃণমূল কংগ্রেস। বিজেপিকে হারাতে সবাইকে আহ্বান জানিয়েছিলেন মমতা। চিদম্বরমকে সম্মান করি, কিন্তু তিনিও বিভ্রান্ত করার চেষ্টা করছেন। কংগ্রেসকে হারাতে গেলে তো আগে পাঞ্জাব, রাজস্থান, ছত্তীসগঢ়ে যেতাম। কিন্তু তৃণমূল তো ত্রিপুরা, গোয়ায় গেছে যেখানে বিজেপির সরকার রয়েছে। কংগ্রেস না চাইলে কীভাবে জোটের কথা এগোবে? গোয়ায় সাংবাদিক বৈঠকে ফের কংগ্রেসকে আক্রমণে অভিষেক।
কংগ্রেসকে খতম করাই তৃণমূলের লক্ষ। আক্রমণ অধীর চৌধুরীর। গোয়াতে গেছিল কংগ্রেসকে খতম করতে ঘতকের ভূমিকা নিয়ে। কসাইয়ের ভূমিকা নিয়ে। বাংলা থেকে লুট করা টাকা নিয়ে।
গোয়ায় টাকার স্যুটকেস নিয়ে গেছে তৃণমূল। নেতা কিনতে তৃণমূল গোয়ায় টাকা ছড়িয়েছে। বাংলায় ভোটের পর তৃণমূলের হিন্দু বিরোধী গণতন্ত্র বিরোধী রূপ প্রকাশ্যে। গোয়ার মানুষ তৃণমূল কংগ্রেসকে প্রত্যাখ্যান করেছে। বললেন দেবেন্দ্র ফড়নাবীশ। (Devendra Fadnabish)