Ekhon Kolkata (Seg-2): জল্পনার অবসান, বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে প্রত্যাবর্তন অর্জুন সিংহের। ।Bangla News
বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে প্রত্যাবর্তন অর্জুন সিংহের। ক্যামাক স্ট্রিটে অভিষেকের উপস্থিতিতে যোগদান ব্যারাকপুরের বিজেপি সাংসদের। তৃণমূলের উত্তরীয় পরিয়ে অর্জুনকে তৃণমূলে স্বাগত জানালেন অভিষেক। ‘তৃণমূলের জন্মলগ্ন থেকেই অর্জুন তৃণমূলের সঙ্গে ছিলেন। ২০১৯-এ কোনও কারণে বিজেপিতে যোগদান করেছিলেন। দেশের রাজনীতিতে মমতার প্রাসঙ্গিকতা অনুভব করেই তৃণমূলে ফিরলেন অর্জুন মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে অভিষেকের হাত ধরে বিজেপি ছেড়ে তৃণমূলে ফিরলাম। যে ঘরের ছেলে ছিলাম, সেই ঘরের ফিরে এসেছি। ভুল বোঝাবুঝির জেরে দল ছেড়ে বিজেপিতে যোগদান। আমার সংসদীয় এলাকায় পাটশিল্প বঞ্চিত হচ্ছে। সেই বিষয় নিয়ে কেন্দ্রীয় বস্ত্রমন্ত্রীর কাছে দরবার করেছি। পাটশিল্পের পুনরুদ্ধারে মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রীকে চিঠি দিয়েছিলেন’
‘আমি ব্যারাকপুরের বিধায়ক ও অর্জুন সিংহ সাংসদ আমরা সবাই মিলে মানুষের জন্য কাজ করব। আমাদের শীর্ষ নেতৃত্বের সিদ্ধান্ত ওনাকে দলে ফেরত নেওয়া। আমি মনে করি যেই আসুক যেই যাক প্রধান কাজ হল মানুষকে পরিষেবা দেওয়া মানুষের জন্য কাজ করা’। অর্জুন সিংহের তৃণমূলে প্রত্যাবর্তনের প্রসঙ্গে মন্তব্য রাজ চক্রবর্তীর।
মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে উনি কাজ করতে চাইছেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের বিকল্প ভারতবর্ষে কেউ নেই উনি বলেছেন। দল যাকে গ্রহণ করবেন আমরাও তাদের গ্রহন করব’ মন্তব্য জ্যোতিপ্রিয় মল্লিকের।