Ekhon Kolkata (Seg-2): ময়নাতদন্তের রিপোর্টে চাঞ্চল্যকর তথ্য, খুনই হয়েছেন হবু বধূ।Bangla News
‘শ্বাসরোধ করে খুনই করা হয়েছে গড়ফার হবু বধূকে’। ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্ট উল্লেখ করে দাবি পুলিশের। সম্পর্কজনিত সমস্যার জেরেই খুন বলে সন্দেহ পুলিশের। “খুনের পরে অশোকনগরে পালিয়ে যায় অভিযুক্ত হবু বর। পরে অশোকনগরের বাড়ি থেকেই অভিযুক্ত হবু বর গ্রেফতার”।অভিযুক্ত পঙ্কজ দাসের ৬ মে পর্যন্ত পুলিশ হেফাজতের নির্দেশ। পাকা দেখার ২ দিন পর গড়ফায় তরুণীর রহস্যমৃত্যু। হবু বর বাড়ি থেকে ঘুরে যাওয়ার পরেই, সংজ্ঞাহীন অবস্থায় উদ্ধার হন তরুণী। হাসপাতালে নিয়ে গেলে মৃত ঘোষণা করেন চিকিত্সকরা। অভিযুক্ত প্রেমিককে গ্রেফতার করেছে পুলিশ।
বিধায়ক-হিসেবে বাবুলের শপথগ্রহণ নিয়ে জট এখনও অব্যাহত। দীর্ঘক্ষণ অধ্যক্ষের সঙ্গে বৈঠক পরিষদীয় মন্ত্রীর। বিধানসভার অধ্যক্ষের সঙ্গে দীর্ঘক্ষণ পার্থর বৈঠক। রাজভবনের তরফে কোনও চিঠি পরিষদীয় দফতরে পৌঁছায়নি, সূত্রের খবর। চিঠি পাননি ডেপুটি স্পিকার আশিস বন্দ্যোপাধ্যায়ও, সূত্রের খবর। পুরনো অবস্থানেই অনড় ডেপুটি স্পিকার, সূত্রের খবর। চিঠি পেলে সবিনয়ে প্রত্যাখ্যান করবেন ডেপুটি স্পিকার, সূত্রের খবর। জানাবেন তিনি বাবুলের শপথ গ্রহণ করাতে অপারগ, সূত্রের খবর। “ডেপুটি স্পিকার অপারগ, চিঠি পেলেই তৎপরতা। ডেপুটি স্পিকারের চিঠি পেলেই রাজ্যপালকে ফের চিঠি”। রাজ্যপালকে ফের চিঠি পাঠানোর সিদ্ধান্ত সরকারের: সূত্র। সেক্ষেত্রে রাজ্যপালকেই বাবুল সুপ্রিয় শপথ গ্রহণ করাতে হবে