এখন কলকাতা (Seg 2): প্রজাতন্ত্র দিবসের প্রাক্কালে আরও চরমে রাজ্য-রাজ্যপাল সংঘাত | Bangla News
বিধানসভায় বেনজির সংঘাত। বাংলায় গণতন্ত্র বিপদের মুখে। রাজ্যে ভোটাররা ভোটাধিকার প্রয়োগ করতে পারেন না। প্রজাতন্ত্র দিবসের প্রাক্কালে বিধানসভায় বি আর অম্বেডকরকে শ্রদ্ধা জানাতে গিয়ে রাজ্য সরকারকে তোপ রাজ্যপাল জগদীপ ধনকড়ের। পাল্টা জবাব দিয়েছে তৃণমূল।
রাজ্যপাল (Jagdeep Dhankhar) মুখ্যমন্ত্রীকে (Mamata Banerjee) নিয়ে যে মন্তব্য করেছেন, তা শুধু সংবিধান বিরোধীই নয়, সাংবিধানিক রীতিরও পরিপন্থী। ট্যুইট করে আক্রমণ শানালেন তৃণমূলের মুখপাত্র বিশ্বজিত্ দেব।
বিক্ষুব্ধ বিজেপি নেতা জয়প্রকাশ মজুমদার (Joyprakash Majumdar) এবং রীতেশ তিওয়ারির (Ritesh Tiwari) বিস্ফোরক মন্তব্য প্রসঙ্গে বিজেপি নেতা তথাগত রায় বলেন, "আগে হয়েছে কি পরে হয়েছে জানি না, তবে জগৎ সংসার জানে যে তারা শো-কজ নোটিস পেয়েছেন। দলের কাউকে শো-কজ নোটিস দেওয়া কাম্য নয়। রীতেশকে আমি বহুদিন ধরে চিনি, একজন আদর্শনিষ্ঠ কর্মী। আমরা যারা বিজেপিতে এসেছিলাম, আদর্শের টানেই এসেছিলাম। যারা বেনো জলের মতো বিজেপিতে এসেছিল, তারা আবার বেরিয়েও গিয়েছে।"
আসানসোল (Asansol) রেল স্টেশনের কারশেডে বিধ্বংসী আগুন। দমকলের দীর্ঘক্ষণের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এসেছে।
গলসিতে (Galsi) বাইকের পিছনে ধাক্কা ট্রাকের। ঘটনায় মৃত্যু হয়েছে ২ জনের। দুর্ঘটনার পর ঘাতক ট্রাকে আগুন। দমকল গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
দেখতে দেখতে একটা অধ্যায়ের অবসান। DPL-এর কোকওভেন ইউনিট বন্ধ হয়েছিল আগেই। এবার ভেঙে ফেলা হল রাজ্য সরকারের অধীনে থাকা এই সংস্থার বিশালাকার কোল গ্যাস চেম্বার। আর এনিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজা।