(Source: ECI/ABP News/ABP Majha)
Ekhon Kolkata (Seg-2): ঘুষ নিয়ে টেন্ডার পাইয়ে দেওয়ার অভিযোগ, FIR বাবুলের প্রাক্তন আপ্ত সহায়কের বিরুদ্ধে।Bangla News
সরকারি সংস্থায় ঘুষ নিয়ে টেন্ডার পাইয়ে দেওয়ার অভিযোগ। ইঞ্জিনিয়ারিং প্রজেক্ট ইন্ডিয়া লিমিটেডে ঘুষ নিয়ে টেন্ডার পাইয়ে দেওয়ার অভিযোগ। এফআইআরে নাম প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয়র প্রাক্তন আপ্ত সহায়কের। বাবুল সুপ্রিয়র প্রাক্তন আপ্ত সহায়ক সুশান্ত মল্লিকের নাম রয়েছে। ২০১৬ সালে ডিসেম্বর মাসে সুশান্তর অ্যাকাউন্টে ৫ লক্ষ টাকার লেনদেন, সিবিআই সূত্র। ঘুষের ৫ লক্ষ টাকা সুশান্তর অ্যাকাউন্টে লেনদেন হয়েছে, সিবিআই সূত্রে খবর। ঠিকাদার আশুতোষ বন্দ্যোপাধ্যায়ের থেকে মোট ৫০ লক্ষ টাকা ঘুষ নেওয়ার অভিযোগ। তার মধ্যে ঘুষের ৫ লক্ষ টাকা সুশান্তর অ্যাকাউন্টে লেনদেন, সিবিআই সূত্রে খবর। সিবিআইয়ের দুর্নীতি দমন শাখা এফআইআর দায়ের করেছে। সিবিআইয়ের এফআইআরে রয়েছে ৭ জনের নাম। ৭ জনের মধ্যে নাম রয়েছে সরকারি সংস্থার প্রাক্তন ৩ জন কর্মীর।
সরকারি সংস্থায় ঘুষ নিয়ে টেন্ডার পাইয়ে দেওয়ার অভিযোগ। ইঞ্জিনিয়ারিং প্রজেক্ট ইন্ডিয়া লিমিটেডে ঘুষ নিয়ে টেন্ডার পাইয়ে দেওয়ার অভিযোগ। এফআইআরে নাম প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয়র (Babul Supriyo) প্রাক্তন আপ্ত সহায়ক সুশান্ত মল্লিকের। এই প্রসঙ্গে বাবুল সুপ্রিয় বলেন, “এরা সিবিআইকে হাস্যকর একটা সংস্থায় পরিণত করছে। ২০১৬-১৭-র একটা কেসে এফআইআর দায়ের হল ২০২১-এ। তারপর ২০২২-এ চার্জশিট ফাইল হচ্ছে। কদিন আগেই একজন বিজেপি-র এমএলএ হাতে পায়ে ধরছিলেন বাবুলের বিরুদ্ধে কিছু একটা করার জন্য। এফআইআর-এ আমার নাম রয়েছে আমি এটা নিয়ে খুব একটা আশ্চর্য নই। এরা এটা করবে আমি জানতাম।"
রবীন্দ্র জয়ন্তীতে রবীন্দ্রনাথের নোবেল পদক চুরি নিয়ে বলতে গিয়ে বিতর্কিত মন্তব্য করলেন পূর্ব বর্ধমানের ভাতারের তৃণমূল বিধায়ক। আজ সকালে ভাতারে রবীন্দ্র জয়ন্তীর অনুষ্ঠানে অংশ নিয়ে তিনি বলেন, "একটা কারণেই নোবেল চুরি হয়েছে। নোবেল দিয়ে তাঁকে অপমান করা হয়েছিল বলে বাংলার ছেলেরা নোবেল চুরি করে নিয়েছে।‘ এই প্রসঙ্গে শমীক ভট্টাচার্য বলেন, “বেল আর নোবেলের মধ্যে গুলিয়ে ফেলেছে। নোবেল চুরির তদন্ত নিয়ে অনেক বিতর্ক হয়েছে, কিন্তু এত দিনে হয়ত নোবেল খুঁজে পাওয়া যাবে। ওকে জেরা করলেই নোবেল পাওয়া যাবে, এটাই তৃণমূল এটাই তৃণমূলের সংস্কৃতি।“