এখন কলকাতা (Seg 2): 'তফাৎ শুধু শিরদাঁড়ায়', এবার শ্রীজাতর কবিতা উদ্ধৃত করে 'অর্থবহ' ফেসবুক পোস্ট কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের | Bangla News
ডায়মন্ড মডেল সংঘাতের মধ্যেই ফের বিস্ফোরক কল্যাণ বন্দ্যোপাধ্যায়। ‘মানুষ থেকেই মানুষ আসে, বিরুদ্ধতার ভিড় বাড়ায়; আমরা মানুষ, তোমরা মানুষ তফাৎ শুধু শিরদাঁড়ায়’, শ্রীজাতর কবিতা উদ্ধৃত করে শ্রীরামপুরের তৃণমূল সাংসদের ফেসবুক পোস্ট।
এদিকে, ডায়মন্ড মডেল নিয়ে শ্রীরামপুরের তৃণমূল বিধায়কের ভিন্ন সুর। তাঁর ট্যুইট, আমাদের তরুণ প্রতিভাশালী নেতাকে তাঁর অবস্থানের জন্য ধন্যবাদ। করোনা পরিস্থিতিতে ডায়মন্ড মডেল সবার কাছে দৃষ্টান্ত তৈরি করেছে, কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের ভিন্নসুরে ট্যুইট বিধায়ক সুদীপ্ত রায়ের।
তৃতীয় ঢেউয়ে রাজ্যে একদিনে রেকর্ড ২৮জনের মৃত্যু। রাজ্যে একদিনে ২২ হাজার ৬৪৫জন করোনা আক্রান্ত। কলকাতায় (Kolkata) একদিনে ৭জনের মৃত্যু, ৬ হাজার ৮৬৭জন আক্রান্ত। উত্তর ২৪ পরগনায় একদিনে ৮জনের মৃত্যু, ৪ হাজার ১৮জন আক্রান্ত। হাওড়ায় একদিনে ১ হাজার ২২৩জন সংক্রমিত, ৩জনের মৃত্যু হয়েছে। দক্ষিণ ২৪ পরগনায় একদিনে ১ হাজার ৫৩৩জন সংক্রমিত, ২জনের মৃত্যু। রাজ্যে করোনায় পজিটিভিটি রেট ৩১ শতাংশ।
এই ঊর্ধ্বমুখী সংক্রমণ এবং মৃত্যু সংখ্যা প্রসঙ্গে চিকিৎসক দীপ্তেন্দ্র সরকার বলেন, "আগেই বলেছিলাম যেই মুহূর্তে অ্যাক্টিভ কেসের সংখ্যা ১ লক্ষ পার করবে, সেইসঙ্গে মৃত্যুর সংখ্যাও বাড়তে শুরু করবে। আমার ধারণা, দৈনিক মৃত্যু যে হারে বাড়ছে, তাতে ৪০ থেকে ৫০-র কাছাকাছি পৌঁছানোর সম্ভাবনা রয়েছে।"
করোনা মুক্ত হয়ে হাসপাতাল থেকে ছাড়া পেলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার (Sukanta Majumdar)। ৯ জানুয়ারি থেকে ঢাকুরিয়ার বেসরকারি হাসপাতালে ভর্তি ছিলেন। চিকিৎসকদের পরামর্শ মেনে আপাতত কয়েকদিন থাকবেন বাড়িতেই।