(Source: ECI/ABP News/ABP Majha)
এখন কলকাতা (Seg 2): 'শিলিগুড়ির মেয়র হচ্ছেন গৌতম দেব', ফলাফলের দিনই ঘোষণা তৃণমূল নেত্রীর | Bangla News
কলকাতার পর চার পুরভোটেও তৃণমূলের দাপট। কার্যত বিরোধীশূন্য করে চার পুরসভাতেই জোড়াফুলের ঝড়। এই প্রসঙ্গে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) বলেন, "আমি, আমার দল মানুষের কাছে কৃতজ্ঞ। শান্তিপূর্ণ ভোট হয়েছে। এই জয় মানুষের জয়। আমাদের আরও বেশি নম্র-মানবিক হতে হবে। কোনওরকম প্ররোচনা ছাড়া জয়ের উত্সব পালন করুন। উত্তরবঙ্গে গতবার অনেক আসনে জিতেও মানুষের জন্য কিছু করেনি বিজেপি। যা করেছি আমরা করেছি। আজ দেখুন শিলিগুড়িতে কত উন্নয়নমূলক কাজ হচ্ছে। ভোটের সময় কংগ্রেস-বিজেপি-সিপিএমের বোঝাপড়া। উত্তরপ্রদেশে বেটি পড়াওয়ের নামে মেয়েদের জ্বালিয়ে দেওয়া হয়। ওখানে নারীদের কোনও নিরাপত্তা নেই। কৃষকদের আন্দোলনে গাড়ি চালিয়ে দেওয়া হচ্ছে। কী বিচার পেয়েছেন সাধারণ মানুষ?"
পাশাপাশি এবিপি আনন্দকে দেওয়া সাক্ষাৎকারে তৃণমূল নেত্রী বলেন, "উত্তরপ্রদেশে প্রথম দফায় ৩৭টি আসন পেতে পারে অখিলেশ (Akhilesh Yadav)। গোয়ায় সবে সংগঠন গড়ে তুলছি আমরা। গোয়ার রাজনীতিতে কেনাবেচা হয়। গোয়ার ভোটে ঘরে ঘরে পৌঁছেছে তৃণমূল। এবার গোয়ায় আমরা পথ চলা শুরু করব। কংগ্রেস ওদের মতো চলবে, আমরা আমাদের মতো চলব। আমরা আঞ্চলিক দলগুলি নিজেদের মধ্যে কথা বলছি। তেলঙ্গানার মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাওয়ের সঙ্গে আমি কথা বলেছি। ব্যক্তিগত কারও প্রতি কোনও উষ্মা আমার নেই। চব্বিশের ভোটে একের বিরুদ্ধে এক লড়াইয়ের পরিবেশ তৈরি করা কংগ্রেসের দায়িত্ব।" শিলিগুড়ি পুরভোট প্রসঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণা, "শিলিগুড়ির মেয়র হচ্ছেন গৌতম দেব (Goutam Deb)"।
আজ শিলিগুড়ি পুরভোট প্রসঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) ঘোষণা, "শিলিগুড়ির মেয়র হচ্ছেন গৌতম দেব (Goutam Deb)"। এই ঘোষণার পর গৌতম দেব বলেন, "দিদি আমাদের জন্য একটি রূপরেখা তৈরি করে দিয়েছেন, সেটি মেনেই কাজ করা হবে। পানীয় জলের ব্যবস্থা, জলনিকাশি ব্যবস্থা অগ্রাধিকার পাবে। নাগরিকদের অংশগ্রহণ আমাদের কাছে গুরত্ব পাবে। মাথার ওপর দিদি আছেন। প্রার্থী তালিকা ঘোষণার দিন দিদি বলেছিলেন, জয়যাত্রায় যাও হে। আমাদের জীবনের ধ্রুবতারা উনি।"