Ekhon Kolkata (Seg 2): ১১ দিন লড়াইয়ের পর আজ মৃত্যু হল ময়নাগুড়ির নাবালিকার , সিবিআই তদন্ত দাবি পরিবারের ।Bangla News
টানা ১১ দিন লড়াইয়ের পর আজ ভোর ৫টা নাগাদ ময়নাগুড়ির অগ্নিদগ্ধ নাবালিকার মৃত্যু হল উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ হাসপাতালে। অভিযোগ, গত ২৪ ফেব্রুয়ারি জলপাইগুড়ির ময়নাগুড়িতে বাড়িতে একা পেয়ে স্থানীয় এক যুবক তাকে ধর্ষণের চেষ্টা করে। কোনওক্রমে রক্ষা পায় নাবালিকা। এরপর অভিযুক্ত যুবক আগাম জামিন নিয়ে নেয়। নাবালিকার পরিবারের অভিযোগ, গত ১৩ এপ্রিল অভিযুক্তর সঙ্গীরা কেস তুলে নিতে বলে নাবালিকার বাড়ি এসে খুনের হুমকি দিয়ে যায়। আতঙ্কে পরের দিন গায়ে আগুন দিয়ে আত্মহত্যার চেষ্টা করে নাবালিকা। তাকে গুরুতর অগ্নিদগ্ধ অবস্থায় উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। আজ সকালে সেখানেই মৃত্যু হয় তার। খুনের হুমকি দেওয়ার অভিযোগে এখনও পর্যন্ত ৪ জন গ্রেফতার হয়েছে। নাবালিকার মৃত্যুর পরই সিবিআই তদন্তের দাবি তুলেছে পরিবার।
টানা ১১ দিন লড়াইয়ের পর আজ ভোর ৫টা নাগাদ ময়নাগুড়ির অগ্নিদগ্ধ নাবালিকার মৃত্যু হয় উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ হাসপাতালে। পরিবারের তরফ থেকে সিবিআই তদন্তের দাবি জানানো হয়েছে এই প্রসঙ্গে রাজ্য পুলিশের প্রাক্তন আইজি পঙ্কজ দত্ত বলেন, “খুব দুঃখজনক ঘটনা। একটি নাবালিকা নির্যাতিত হয়ে আজ মৃত্যু রণ করল। এ লজ্জা প্রকাশের ভাষা আমাদের নেই। নির্যাতিতার পরিবারের সিবিআই তদন্ত চাওয়া কোন অপরাধ নয়। পুলিশ যদি তার কাজে গাফিলতি করে, তাহলে নির্যাতিতার পরিবার বারবার সিবিআই চাইবে। এবং কোর্টও দেখবে পুলিশ তার কাজ করছে না তখন কোর্টও সিবিআই তদন্ত দিয়ে দেবে’।