এখন কলকাতা (Seg ২): আনিস খানের মৃত্যুর ঘটনায় আদালতে গোপন জবানবন্দি বাবার ।Bangla News
এবার ভারতেও করোনার নতুন ভ্যারিয়েন্ট ‘এক্স-ই’র হদিশ!। ওমিক্রনের ২টি প্রজাতির মিশ্রণের হদিশ মিলল মুম্বইতে । মুম্বইয়ে করোনার নতুন ভ্যারিয়েন্টের আক্রান্তের হদিশ। ইতিমধ্যেই ব্রিটেন, জার্মানি, তাইওয়ানের মতো দেশে ‘এক্স-ই’র হদিশ। ওমিক্রনের চেয়েও বেশি সংক্রামক এক্সই, দাবি বিশেষজ্ঞদের। ব্রিটেনে প্রতি ১৩জনের মধ্যে একজন ‘এক্স-ই’ সংক্রামিত । ‘এক্স-ই আক্রান্ত মহিলা দক্ষিণ আফ্রিকার বাসিন্দা’। ‘১০ ফেব্রুয়ারি ভারতে আসেন দক্ষিণ আফ্রিকার বাসিন্দা ওই মহিলা’। করোনা পজিটিভ হওয়ার পরেই আইসোলেশনে আক্রান্ত: সূত্র।
রাজ্যের সরকারি হাসপাতালে বাংলাদেশের ‘নিষিদ্ধ’ ওষুধ। কাঁথির পরে নন্দীগ্রামের সরকারি হাসপাতালেও ‘নিষিদ্ধ’ ওষুধ। বাংলাদেশের ওষুধে নেই তৈরি, মেয়াদ উত্তীর্ণের তারিখ। সেফ্রাডিন ৫০০, ডক্সিসাইক্লিন ১০০ নামের ২টি অ্যান্টিবায়োটিক। কীভাবে বাংলাদেশের বাইরে বিক্রি নিষিদ্ধ ওষুধ এপার বাংলায় ? হাসপাতাল থেকে দেওয়া ওষুধ খাওয়ার পরে রোগীদের মধ্যে আতঙ্ক। বিতর্ক শুরু হতেই সরকারি হাসপাতালে ওষুধ দেওয়া বন্ধ। "রাজ্যকে ওষুধ পাঠিয়েছে কেন্দ্রীয় সরকারের একটি সংস্থা। সেন্ট্রাল মেডিক্যাল স্টোর থেকে ওষুধ আসে ৫ জেলায়। বাংলাদেশ সরকারের দান করা ওষুধ দিয়েছে কেন্দ্র।" বাংলাদেশের ওষুধ-বিতর্কে দাবি রাজ্যের স্বাস্থ্য অধিকর্তার
ছাত্রনেতা আনিস খানের মৃত্যুর ঘটনায় আদালতে গোপন জবানবন্দি বাবার। আজ বেলা সাড়ে ১২টা নাগাদ উলুবেড়িয়া মহকুমা আদালতে যান আনিসের বাবা সালেম খান। সঙ্গে ছিলেন আইনজীবী ও সিটের সদস্যরা।