Ekhon Kolkata (Seg 2): অঞ্চল-কোর কমিটি শুধু টাকা ভাগের জন্য নয় : চন্দ্রনাথ সিন্হা ।Bangla News
অভিষেকের সভায় ‘ভোট পরবর্তী হিংসা’য় মৃতের পুত্রবধূ! ২ মে: জগদ্দলে বিজেপির বুথ সভাপতির বাড়িতে হামলা। তৃণমূলের হামলায় বিজেপি নেতার মা শোভারানি মণ্ডলের মৃত্যুর অভিযোগ। শ্যামনগরের সভায় হাজির শোভারানির আরেক পুত্রবধূ সুমিত্রা মণ্ডল। বিজেপির বুথ সভাপতি কমল মণ্ডলের বৌদি সুমিত্রা মণ্ডল। তৃণমূলে যোগদানের প্রক্রিয়া চলছে, দাবি অর্জুন সিংহের। সুমিত্রার তৃণমূলে যোগের প্রক্রিয়ায় আপত্তি জগদ্দলেরই তৃণমূল বিধায়কের। ‘যারা তৃণমূলকর্মীদের ফাঁসিয়েছে, তাদের তৃণমূলে জায়গা নেই’। বিজেপির বুথ সভাপতির স্ত্রীর উপস্থিতি নিয়ে আক্রমণে জগদ্দলের বিধায়কের। বিজেপিতেই আছি, দাবি শোভারানির আরেক পুত্রবধূ পূর্ণিমা মণ্ডলের।
অঞ্চল-কোর কমিটি শুধু টাকা ভাগের জন্য নয়। অঞ্চল-কোর কমিটি শুধু গল্প করার জন্যেও নয়। কোমরে জং ধরে গিয়েছে অঞ্চল নেতাদের। ইলামবাজারের কর্মিসভায় কড়া বার্তা মন্ত্রী চন্দ্রনাথ সিন্হার।
আসানসোল লোকসভা কেন্দ্রের উপনির্বাচনে পরাজয়ের জন্য দলের নেতা জিতেন্দ্র তিওয়ারির ভূমিকা নিয়ে প্রশ্ন তুললেন বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পাল। উপনির্বাচনে আসানসোল কেন্দ্রের আহ্বায়ক ছিলেন জিতেন্দ্র তিওয়ারি। আসানসোল দক্ষিণের বিধায়ক অগ্নিমিত্রা পাল এই প্রশ্ন তোলার পর পাল্টা জবাব দিয়েছেন জিতেন্দ্র। তিনি জানান, অগ্নিমিত্রা পালের যদি কিছু বলার থাকত, তাহলে তাঁকে সরাসরি বলতে পারতেন অথবা দলের ভিতরে বলতে পারতেন। এই মন্তব্য ও পাল্টা জবাব নিয়ে শুরু হয়েছে বিতর্ক ।