এখন কলকাতা (Seg 2): আনিস-মৃত্যুর প্রতিবাদে উত্তাল পাঁচলা, 'তদন্তকে বিলম্বিত করার চেষ্টা', অভিযোগ রাজ্য পুলিশের | Bangla News
আনিস মৃত্যুর প্রতিবাদে বাম ছাত্র-যুব সংগঠনের এসপি অফিস ঘেরাও কর্মসূচিকে কেন্দ্র করে রণক্ষেত্রের চেহারা নিল পাঁচলা। মিছিল রোখার চেষ্টা করলে পুলিশকে লক্ষ্য করে ইটবৃষ্টি করা হয়। ইটের আঘাতে আহত হন বেশ কয়েকজন পুলিশকর্মী। পাল্টা লাঠিচার্জ করে পুলিশ। ভাঙচুর করা হল পুলিশের গাড়ি। বিশাল পুলিশবাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
‘হাইকোর্টের (Calcutta High Court) নির্দেশে আনিস হত্যাকাণ্ডের তদন্ত করছে সিট। কিন্তু আমতা থানা ও এসপি অফিসে রোজ হিংসাত্মক আন্দোলন করা হচ্ছে। তদন্তকে ভুল পথে চালনা এবং বিলম্ব করার চেষ্টা চলছে’, ফেসবুক পোস্টে অভিযোগ রাজ্য পুলিশের (West Bengal Police)।
ইউক্রেনে যুদ্ধ উদ্বেগের মধ্যেই সেখান থেকে ফিরছে ভারতীয় পড়ুয়াদের একটি দল। ২১৯ জন ভারতীয়কে নিয়ে রোমানিয়া ছেড়েছে এয়ার ইন্ডিয়ার বিমান। আজ রাত সাড়ে ৮টা নাগাদ মুম্বই পৌঁছতে পারে বিমানটি।
ইউক্রেনে আটকে ঠাকুরপুকুরের বাসিন্দা সৌম্যকান্তি বিশ্বাস। মেডিক্যালের তৃতীয় বর্ষের পড়ুয়া। ফোন করতে পারছেন না। মেসেজই ভরসা। উদ্বিগ্ন পরিবার।
ইউক্রেনের বাঙ্কারে ভারতীয় পড়ুয়াদের ছবি উদ্বেগজনক। অনেকেই পূর্ব ইউক্রেনে আটকে আছেন। কেন্দ্রীয় সরকারের কাছে অনুরোধ, দ্রুত পদক্ষেপ করে পড়ুয়াদের উদ্ধার করা হোক, ইউক্রেনে আটকে পড়া পড়ুয়াদের ভিডিও ট্যুইট রাহুল গাঁধীর।