এক্সপ্লোর
আইপিএলে মুখোমুখি কলকাতা-মুম্বই, কাকে ফেভারিট বেছে নিলেন সম্বরণ?
আবু ধাবিতে আইপিএল অভিযানে মুখোমুখি কলকাতা ও মুম্বই। ক্রিকেট বিশেষজ্ঞ সম্বরণ বন্দোপাধ্যায়ের মতে, আইপিএল বা টি-২০ ম্যাচ সম্পর্কে আগাম বলা খুব কঠিন। এটা যে কারও ম্যাচ হতে পারে। কিন্তু আমরা যদি আগের রেকর্ড দেখি, ২৫ বার কলকাতা ও মুম্বই মুখোমুখি হয়েছে। ১৯ বার মুম্বই কলকাতাকে হারিয়ে দিয়েছে। কলকাতা মাত্র ৬ বার জিতেছে। কলকাতা আবার ভুল করবে যদি শুধু রাসেলের ওপর ব্যাটিংটা নির্ভর করে। কলকাতার টিম এবার যা তৈরি হয়েছে, তাতে শুধু রাসেলের ওপর না নির্ভর করলেও হবে।
All Shows
এখন কলকাতা

টেটের আগের দিন বিস্ফোরক অভিযোগ পর্ষদ সভাপতির

দ্বিতীয়বার গ্রেফতারির পর আজ সাকেত গোখলেকে আদালতে পেশ করে গুজরাত পুলিশ

জিতু ও নবনীতাকে হেনস্থার ঘটনায় ধৃত ৪ জনের জামিন মঞ্জুর ব্যারাকপুর মহকুমা আদালতের

যুক্তরাষ্ট্রীয় কাঠামোয় আঘাতের অভিযোগে সরব মমতা, ভাঙড়ে তৃণমূল নেতার বাড়িতে বোমাবাজির অভিযোগ

তৃণমূলের প্রাক্তন অঞ্চল সভাপতির বাড়ি লক্ষ্য করে গুলিবৃষ্টি, খাটের নীচে লুকিয়ে রক্ষা

























